নিউজ

Gold Silver Latest Rate: হোলির মরশুমে ফের আজ দাম কমলো সোনার, নামলো রুপোর বাজার মূল্যও

দোলপূর্ণিমার দিন থেকে এই নিয়ে পরপর তিনদিন কলকাতার বাজারে সোনার দাম কমল

Advertisement

Advertisement

বছরের শুরুতে সোনার দামের উত্থান দেখে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। তবে মার্চ মাসের শুরুতে দোলপূর্ণিমার সময় থেকে দাম কমতে শুরু করেছে মহামূল্যবান হলুদ ধাতুর। আজ ৯ মার্চ, বৃহস্পতিবার দাম কমছে সোনার। দোলপূর্ণিমার দিন থেকে এই নিয়ে পরপর তিনদিন কলকাতার বাজারে সোনার দাম কমল। শুধু সোনা নয় হোলির মরশুমে সস্তা হয়েছে রুপোর বাজার দরও। আজ কলকাতায় সোনা ও রুপোর লেটেস্ট দর কত? জানতে অবশ্যই এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে সোনার দাম কমাতে বেশ স্বস্তিতে মধ্যবিত্তরা। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম কমেছে ১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনারও দাম কমেছে ১০০ টাকা। বৃহস্পতিবার কলকাতার বাজারে ২২ ক্যারেট ১ গ্রাম গহনা সোনার দাম রয়েছে ৫,০৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০,৯০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৫৩ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম যাচ্ছে ৫৫,৫৩০ টাকা।

Advertisement

অন্যদিকে, প্রতি কেজি রুপোর বাটের দামও ১০০ টাকা কমেছে। ১ কেজি রুপোর বাটের দাম আছে ৬৫ হাজার ৪৫০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Advertisement