প্রথমে বাড়ার পর ধীরে ধীরে অনেক সস্তা হল সোনার দাম, খুশি মধ্যবিত্তরা

সোনার দাম এখন বেশ কিছুটা পরিবর্তিত হয়েছে এবং এখন এই ধাতুর দাম ০.৩২ শতাংশ হ্রাস পেয়েছে

Advertisement

Advertisement

বেশ কয়েকদিন সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার পরে অবশেষে বৃহস্পতিবার কমলো সোনার দাম। ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৩২ শতাংশ কমে গিয়েছে এক ধাক্কায়। টানা তিনদিন রুপোর দাম পড়েছে। সোনার দাম বর্তমানে প্রতি ১০ গ্রামে ৪৮,৫২০ টাকা। অন্যদিকে রুপোর দাম প্রতি কেজিতে ৭২,০৭৩ টাকা। গত সেশানে ৪৮,৭০০ টাকায় পৌঁছে যাওয়ার পরেই বৃহস্পতিবার সোনার দাম কমলো। যার ফলে হাসি ফুটেছে বিক্রেতা এবং ক্রেতাদের মনে।

Advertisement

গহনার বিক্রেতারা জানাচ্ছেন, “মধ্যবর্তী সময়ে এক কেজি রুপোর দাম ৭৮,০০০ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। যদি বছর শেষের দিকে দেখতে হয় তাহলে রুপোর দাম মোটামুটি ৮৫,০০০ এর আশেপাশে যেতে পারে। সোনার দাম বছরের মাঝামাঝির দিকে ১০ গ্রামে ৫২,০০০ টাকার কাছাকাছি হবে। বছরের শেষের দিকে এই দাম ৬০,০০০ টাকার রেকর্ড ছুয়ে ফেলতে পারে, যা হবে দীর্ঘকালীন সময়ে সবথেকে বেশি দাম।”

Advertisement

আরেকজন বিশেষজ্ঞ জানালেন, “এমসিএক্স সূচকে ৪৭,৯০০ থেকে ৪৮,০০০ টাকার মধ্যে আছে সোনার দাম। যদি বড়ো মাত্রায় কম হয় তবুও এখন এই ধাতুর দাম ৪৭,৭০০ টাকার নিচে যাবেনা। রুপোর ক্ষেত্রে এই দাম কেজি প্রতি ৭১,০০০ থেকে ৭২,০০০ হতে পারে।”

Advertisement

অন্যদিকে বিশ্ব বাজারের দিকে নজর রাখলে সোনার দাম মোটামুটি একই আছে। বিশ্ববাজারে একা আউন্স সোনার দাম বর্তমানে ১,৮৬৯.৫ মার্কিন ডলার। গত বুধবার ১,৮৮৯.৭৫ মার্কিন ডলারের গণ্ডি স্পর্শ করে সোনার দাম পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ তে। কিন্তু তারপর একটু হলেও কমতির দিকে রয়েছে যা ক্রেতাদের ক্ষেত্রে ভালো।

Recent Posts