করোনা আতঙ্কের মধ্যে সুখবর, দাম কমলো সোনার

Advertisement

Advertisement

করোনা ভাইরাসের জন্য বিশ্বজুড়ে তৈরি হয়েছে মহামারি। সমগ্র বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। আর এর জেরেই প্রতিদিন সোনা রুপোর দামে চলছে ওঠানামা। করোনা আতঙ্কের মধ্যে আজ কিছুটা কমলো সোনার দাম। গতকালই সোনার দাম ৪০ হাজারের উপরে উঠে গেছিলো প্রতি ১০ গ্রামে। আজ সেই দাম নামলো অনেকটাই।

Advertisement

Advertisement

আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৯,৮৯৫ টাকা। সোনার দাম কিছুটা কমলেও দাম বেড়েছে রুপোর। রুপোর দাম প্রতি কেজিতে ০.১৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৬,৬০০ টাকা। কিছুদিন আগে রুপোর দাম বেড়ে ৫০,০০০ টাকা প্রতি কেজির কাছাকাছি চলে গিয়েছিল।

Advertisement

সেখান থেকে এখন রুপোর দাম অনেকটাই কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে সোনা-রুপোর দামের এই কমাবাড়াটা চলতেই থাকবে যতদিন না পর্যন্ত করোনা নিয়ে আতঙ্ক না কমছে।

Tags: Gold Price