জীবনযাপন

Skin Care Tips: ঘরে বসেই পার্লারের মতো উজ্জ্বল ত্বক পেতে চান? তাহলে মুখে এই সব্জিটি ব্যবহার করুন, মুখ উজ্জ্বল করবে

Advertisement

Advertisement

আমাদের মুখ তখনই স্বচ্ছ থাকে যখন কোনো ধরনের অবাঞ্চিত দাগ, ছোপ মুখে থাকে না। কিন্তু আজকের দিনে দূষণের, খাওয়ার অনিয়মের ও অতিরিক্ত কসমেটিক মেকআপের ব্যাবহারের জন্যে এমন উজ্জ্বল ত্বক পাওয়া খুব কঠিন। এই সকল কারণে ত্বকের ক্ষতি হয় এবং তার ফলে ব্রন বা পিম্পেল হতে শুরু করে মুখে। এই সব কোনো প্রকারে দূর হলেও ত্বকের ভেতর থেকে বসে যাওয়া এদের দাগ দূর করা দুষ্কর হয়ে যায়। তাই আজ কি করে সহজেই আপনি উজ্জ্বল ত্বক পেতে পারেন তাই বলতে এই বিজ্ঞাপন নিয়ে হাজির।

Advertisement

এখন শীত কল চলছে। আর শীতের মৌসুমে বেশিরভাগ মানুষের মুখের উজ্জ্বলতা হারিয়ে যায় ত্বকের সমস্যার ফলে। এই মৌসুমে অনেক সময় ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। মুখ সুন্দর করার জন্য মানুষ হাজার হাজার টাকা পার্লারে খরচ করেও এখনো কোনো স্থায়ী সমাধান পায় নি। এই বিজ্ঞাপনে উল্লেখিত একটি রোজের খাওয়া সবজির ব্যবহার করে কি ভাবে ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন তা বলা হয়েছে। আলু শুধু সবজি তৈরিতেই ব্যবহৃত হয় না, এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও ব্যবহৃত হয়। এর রস ত্বকের অনেক উপকার করে।

Advertisement

জানুন কিভাবে আলু ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল হবে:

Advertisement

১)সর্ব প্রথমে আলুর ফেসপ্যাক মুখে লাগায়ে হবে। এই আলুর ফেসপ্যাক মুখের উজ্জ্বলতা আনে। আপনি আলুর টুকরো পিষে দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। এতে করে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। এটি আরও কার্যকর করতে আপনি এতে এক চিমটি হলুদ যোগ করতে পারেন।

২) অর্ধেক আলু এবং দুই চামচ চাল পিষে মিশিয়ে নিন, তারপর মুখে লাগান। এটি মুখে লাগান এবং 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। এতে করে মুখের উজ্জ্বলতা ফিরে আসবে এবং ত্বক উজ্জ্বল হতে শুরু করবে।

৩) আলু এবং অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুবই উপকারী। আলু পিষে তাতে অ্যালোভেরা জেল মেশাতে হবে। এরপর এটি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে হবে। এতে মুখের ব্রণ দূর হবে। এই পদ্ধতিগুলি ব্যবহার করলে, ত্বকে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং আপনি পার্লারে খরচা করা থেকে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন।

এই তথ্যের যথার্থতা, সময়োপযোগীতা এবং সত্যতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। তবে এটা ভারত বার্তার নৈতিক দায়িত্ব নয়। দয়া করে কোনো প্রতিকার চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য অনুরোধ করছি আমরা। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে তথ্য প্রদান করা।

Tags: Beauty tips

Recent Posts