ঘরে বসেই পেয়ে যান লক্ষ লক্ষ টাকা, পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করলে হয়ে যাবেন রাতারাতি কোটিপতি

পোস্ট অফিসের এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ভারতের সাধারণ মানুষের কথা চিন্তা করেই নিয়ে এসেছে ভারত সরকার

Advertisement

Advertisement

পোস্ট অফিস হলে এমন একটা জায়গা যেখানে যেকোনো মানুষ যেকোনো সময় বিনিয়োগ করতে পারেন। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তরাও পোস্ট অফিসে বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিসে বিনিয়োগ করলে আপনি বেশ কিছু সঞ্চয় প্রকল্পের অপশন পেয়ে যাবেন এবং তার সাথেই আপনার টাকা থাকলে একেবারে সুরক্ষিত। আশাতেই আপনারা পেয়ে যাবেন ভালো রিটার্ন। যদি অবসরের পর আপনার বেতন বন্ধ হয়ে যায় কিন্তু নিয়মিত আয় নিয়ে আপনি চিন্তিত থাকেন, তাহলে সে ক্ষেত্রে পোস্ট অফিসের এই সমস্ত প্রকল্প আপনাকে দারুন ভাবে লাভ দিতে চলেছে। পোস্ট অফিসের এই প্রকল্পের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। সিঙ্গেল অ্যাকাউন্ট তো বটেই এই প্রকল্পে আপনি স্ত্রীর সঙ্গে জয়েন্ট একাউন্ট খুলতে পারেন।

Advertisement

এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি আপনার বিনিয়োগের বিপরীতে পেনশন পেয়ে যাবেন প্রতি মাসে। আমানতের সুদ থেকে এই টাকা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে গ্রাহক প্রতিমাসে সর্বোচ্চ ৯২৫০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন। আপনি যদি নিজের জন্য একা সিঙ্গেল অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। অন্যদিকে আপনি যদি স্ত্রীর সঙ্গে জয়েন্ট একাউন্ট খোলেন তাহলে আপনি ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি এই প্রকল্পে আপনি ৭.৪ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।

Advertisement

এবার প্রশ্নটা হল আপনি কত টাকা পাবেন ম্যাচিউরিটির সময়। যদি কেউ স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে ১৫ লক্ষ টাকার বার্ষিক সুদ হবে ১ লক্ষ ১১ হাজার টাকা। অর্থাৎ প্রতি মাসে সুদ থেকে আপনি এত টাকা পেয়ে যাবেন। এই সুদ কিন্তু আপনার প্রিন্সিপাল এমাউন্টের সঙ্গে যুক্ত হবে না। একটি সেভিংস ব্যাংক একাউন্টে গিয়ে এই টাকা জমা হবে। সুতরাং ম্যাচুরিটি সময় আপনার টাকা একই থাকবে। বিপরীতে আপনি প্রতিমাসে সুদ পেতে পারবেন। পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্প চলে। আপনি চাইলে আরো পাঁচ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। শুধু একজন বা দুজন নয় তিন জন ব্যক্তি একসাথে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। থেকেছে কিন্তু তিনজনকে সমান টাকা পেনশন দেওয়া হবে এবং সমান টাকা বিনিয়োগ তারা তিনজন করবেন। মেয়াদের আগে যদি আপনি টাকা তুলে নেন তাহলে আর বি আই এর নিয়ম অনুযায়ী আপনার মূল বিনিয়োগ থেকে টাকা কাটা হবে।

Advertisement