কাল থেকে রাজ্যে চালু হচ্ছে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প, বাংলার সকল মানুষ পাবেন এই সুবিধা

Advertisement

Advertisement

আগামীকাল তথা মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। সরকারি সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে পালন করা হবে এই প্রকল্প। গত সোমবার বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে এই প্রকল্পের বিষয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বার সেই প্রকল্পই বাস্তবে পা রাখতে চলেছে বাংলার মাটিতে। শুরু হতে চলেছে ডিসেম্বর মাসের প্রথম দিনেই।

Advertisement

এই প্রকল্পের অধীনে থাকতে চলেছে ১০ টি পরিষেবা। জনগণের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে যে সব পরিষেবার ওপরে বিশেষ নজর দেওয়া হবে তা হল খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী, জয় জোহর, তফশিলি বন্ধু এবং একশো দিনের কাজ। এই প্রকল্পে জনগণের কাছে পরিষেবাগুলিকে পৌঁছে দেবে সরকার। সরকার সূত্রে খবর, এই পরিষেবাগুলিকে পৌঁছে দেওয়া হবে সমাজের প্রতি স্তরের মানুষের কাছে। প্রকল্পের প্রধান হিসেবে থাকতে চলেছেন জেলাশাসক। জানা গিয়েছে মোট চারটি ধাপে করা হবে কাজ।

Advertisement

১লা ডিসেম্বর থেকে কাজ শুরু করা হচ্ছে। শেষ করা হবে ৩০ এ জানুয়ারির মধ্যে। প্রথম ধাপের কাজ হবে ১ থেকে ১১ ই ডিসেম্বরের মধ্যে। তার পরেই শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ৷ দ্বিতীয় ধাপের কাজ করা হবে ১৫ থেকে ২৪ এ ডিসেম্বরের মধ্যে৷ ২ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় ধাপের কাজ। এই ধাপে কাজ চলবে ১২ ই জানুয়ারি পর্যন্ত। ১৮ তারিখ থেকে শুরু করা হবে চতুর্থ এবং অন্তিম ধাপের কাজ। শেষ হবে ২৮ জানুয়ারিতে৷ প্রতিটি ওয়ার্ডে বসবে ক্যাম্প। সুযোগ থাকবে সমস্ত ধরনের মানুষের কাছে৷ সব পরিকল্পনা অনুযায়ী চললে কাজ শেষ হয়ে যাবে ৩০ এ জানুয়ারির মধ্যেই। ক্যাম্প বসানো হবে নিকটবর্তী স্কুল কলেজে।

Advertisement

সম্প্রতি সরকারি সূত্রে জানা গিয়েছে, আগে থেকে জানিয়ে দেওয়া হবে ‘দুয়ারে দুয়ারে সরকার’ এর ঠিকানা। সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু গ্রামে নয়, শহরের প্রতি ব্লকেও বসবে ক্যাম্প। পুর এলাকায় বাড়ির নকশা, জলের সমস্যা, মিউটেশন, জঞ্জাল সংক্রান্ত সমস্যা সব কিছুই মেটানো হবে এই এক প্রকল্পের অধীনে। এই পরিষেবা থেকে যাতে কোনও মানুষ বঞ্চিত না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে চলেছে রাজ্য সরকার।

Recent Posts