আজ থেকে রানাঘাটে শুরু হলো নদিয়া উৎসব 2019

Advertisement

Advertisement

মলয় দে, রানাঘাট: আজ 22 শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত চলবে নদীয়া উৎসব। রানাঘাটদে চৌধুরী কালচারাল এন্ড সোশ্যাল ফোরামের পরিচালনায় রানাঘাট হ্যাপি ক্লাবের মাঠে শুভ সূচনা হলো আজ। দশম বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন দিন উপস্থিত থাকবেন ইমন্তিকা কুন্ডু, কৃষ্ণ গোপাল ঘোষ ও সম্প্রদায়, মৌসুমী মন্ডল, শিশু শিল্পী তুলি, ব্রজগোপাল দাস বাউল, পিউ মুখার্জি, আকাশ সেন, পৌলোমী মিত্র, সম্রাট মুখার্জী, সারেগামাপা খ্যাত আরমান লামা সহ বিভিন্ন সঙ্গীত শিল্পী বাউল শিল্পী ,শিশুশিল্পী ,নাট্যদল ,কবি, পুতুল নাচ, বিজ্ঞান সেমিনার সহ নানা বিষয়ে কলাকুশলী ও শিল্পীগণ। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মূলত সারা বাংলায় লেগে থাকে বিভিন্ন মেলা, উৎসব।

Advertisement

Advertisement

শীতের আমেজ পড়ার শুরুতেই এ ধরনের 10 দিনব্যাপী জন মনোরঞ্জনের অনুষ্ঠান জেলার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রত্যেকের বাড়তি আনন্দ যোগায়।

Advertisement