WAGON-R ভুলে যাবেন, ২৩০ কিলোমিটারের রেঞ্জ নিয়ে ভারতের বাজারে আসছে এই নতুন ইলেকট্রিক গাড়িটি

এই মুহূর্তে ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি হতে চলেছে এটি

Advertisement

Advertisement

এমজি মোটর ইন্ডিয়া তার ১০০ বছর পূর্তি উপলক্ষে এভারে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ অফার। কোম্পানি তার গ্রাহকদের জন্য জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি MG COMET এর দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই এই গাড়ির দাম এক লক্ষ টাকা কমেছে বলে জানা যাচ্ছে। এই বিশাল ডিসকাউন্ট এর পরে এখন এমজি কোম্পানির এই COMET গাড়িটি ভারতের সবথেকে সস্তা বৈদ্যুতিক গাড়িতে পরিণত হয়েছে।

Advertisement

এই মুহূর্তে এই গাড়ির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য ৬.৯৯ লক্ষ টাকা। এই গাড়িটি তিনটি স্তরে আপনারা পেয়ে যাচ্ছেন। এই তিনটি হল যথাক্রমে পেস প্লাস এবং প্লে। বর্তমানে শুধুমাত্র পেস ভেরিয়েন্টের দাম আপডেট করেছে এমজি। এই গাড়ির ৪৩০০০টি ইউনিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই। এই গাড়িতে অবশ্যই আপনারা দারুণ ডিসকাউন্ট অফার পাচ্ছেন। আশা করা যাচ্ছে এই ডিসকাউন্ট অফারের ফলে এই গাড়িটির বিক্রয় আরো বাড়বে।

Advertisement

ভারতের বাজারে এখন সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি এমজি COMET গাড়িতে আপনারা পাচ্ছেন ২৫.৪ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি। ২৩০ কিলোমিটারের রেঞ্জ আপনারা পাবেন এই গাড়িতে। মাত্র ১ঘন্টার মধ্যে আপনারা এই গাড়িটি পুরোপুরি চার্জ করে নিতে পারবেন। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ২০ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর। এই বৈদ্যুতিক মোটর ১২০ NM টর্ক তৈরি করে। ১০ সেকেন্ডে ঘন্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত বেগ তুলতে পারে এই গাড়িটি। এই গাড়িটির দাম শুরু হয় ৬.৯৯ লক্ষ টাকা থেকে এবং এই গাড়ির সর্বাধিক মূল্য ৮.৫৮ লক্ষ টাকা।

Advertisement

Recent Posts