নতুন করে ভয় বাড়াছে চীন, ফের করোনা ভাইরাসে আক্রান্ত ১০০ জন

Advertisement

Advertisement

ভারতবার্তা ওয়েবডেস্ক: চিনের ইউহান শহর থেকে মারণ ভাইরাস করোনা সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। গোটা পৃথিবী যখন মহামারী করোনার কবলে তখনই কয়েকদিন আগেই খবর পাওয়া যায় করোনার উৎপত্তিস্থল হিসাবে চিনে ক্রমেই কমে আসছে আক্রান্ত ও মৃতদের সংখ্যা। যার ফলে গত তিন মাস টানা লকডাউন থাকার পর চিনে সেই লকডাউন তুলে নেওয়া হয়। জানা যায়, চিনে করোনার সংক্রমণ কমে গিয়েছে।

Advertisement

এরপর খুলে দেওয়া হয় ইউহানের বাজার। আস্তে আস্তে যখন সবকিছু স্বাভাবিকের পথে তখনই ফের সামনে আসল নতুন তথ্য। জানা গিয়েছে, কয়েকদিনের প্রেক্ষিতে চিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০০ জন। যার ফলে ওই দেশে মোট সংক্রমিত হয়েছেন ৮২,০৫২ জন। ফের নতুন করে আক্রান্তের ফলে চিন্তায় চিন সরকার। নতুন ১০০ টি সংক্রমণের মধ্যে ৯৭ জন বাইরের দেশ থেকে চিনে ফিরেছেন।

Advertisement

বিশ্ব জুড়ে মৃত্যু ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, আক্রান্ত ১৭,৭৭,৬৬৬। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শোচনীয়। গত ২৪ ঘন্টায় নিউইয়র্ক সিটিতে মৃত্যু হয়েছে ৭৮৩ জনের।

Advertisement

Recent Posts