বাড়ি বসে ইনকাম করুন গুগলের এই অ্যাপের মাধ্যমে, জানুন কিভাবে হবে কাজ

google আপনাকে টাস্ক পূরণ করে টাকা কামানোর সুযোগ দিচ্ছে

Advertisement

Advertisement

এবার আপনি বাড়িতে বসে গুগলের এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতিবছর প্রচুর টাকা কামাতে পারবেন। সম্প্রতি google একটি নতুন অ্যাপ তৈরি করার কাজে লেগে পড়েছে এবং এই অ্যাপটির নাম হল google টাস্ক মেট। এই অ্যাপে কিছু সহজ টাস্ক পূরণ করে আপনি টাকা উপার্জন করতে পারবেন এবং আপনার উপার্জিত টাকা সরাসরি কিন্তু আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করবে গুগল। এই মুহূর্তে বিটা ভার্সনে এই অ্যাপ্লিকেশন উপলব্ধ রয়েছে। তারা বাড়িতে বসে অর্থ উপার্জন করতে চান তাদের জন্যই এটা ভালো উপায় হতে চলেছে। গুগল পে, গুগল সার্ভে, ভিডিও স্ট্রিমিং এবং ইউটিউবের মতো পরিষেবার তালিকায় এবারে এই অ্যাপ্লিকেশন যুক্ত হতে চলেছে।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, এই বিশেষ অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেকটা গুগল অপিনিয়ন অ্যাপ্লিকেশন এর মত। আপনি এর মাধ্যমে গুগলে সার্ভে করে অর্থ উপার্জন করতে পারবেন এবং প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। কোন টুরিস্ট প্লেসের এবং বিভিন্ন রেস্তোরায় গিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন বলে জানা যাচ্ছে। গুগল থেকে সরাসরি আপনার একাউন্টে টাকা জমা হবে। এই টাকা দিয়ে আপনি প্লে মুভি এবং প্লেবুক কিনতে পারবেন। কিন্তু টাস্ক মেট অ্যাপে যদি আপনি সার্ভে রিপোর্ট দেন তাহলে কিন্তু আপনি ক্যাশ রোজগার করতে পারেন যা সরাসরি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা যাবে।

Advertisement

মনে করা যাক কোন কিছুর দোকানের সামনে যে ছবি আছে, কোন কিছুর বিশেষ ট্রান্সলেশন দোকানের তথ্য লাইনের ক্লিপ রেকর্ড ইত্যাদি করে আপনি টাস্ক পূরণ করলেন এবং তারপর গুগলের কাছে সার্ভে রিপোর্ট পাঠালেন। সেই সার্ভে রিপোর্ট যদি পছন্দ হয় গুগলের তাহলে টাস্ক মেট অ্যাপ্লিকেশনে সেই রিপোর্ট থাকবে এবং গুগলের অন্যান্য সার্ভিসের সঙ্গে এই রিপোর্ট যুক্ত করা হবে। এই অ্যাপের ব্যাপারে সবকিছু এখনও পর্যন্ত জানা যায়নি। বিস্তারিত জানা যাবে গুগল টাস্ক মেট অ্যাপ অফিশিয়াল ভাবে বেরোনোর পর। তবে এর জন্য আপনাদের google টাস্ক মেট অ্যাপে একটি ওয়ালেট একাউন্ট বানাতে হবে আগে।

Advertisement