বিনোদন

Web Series: বাড়ির বড়দের সামনে ভুলেও চালাবেন না এই ৫টি সিরিজ, একা দেখলেও লজ্জা লাগবে নিজেরই

Advertisement

Advertisement

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম মাধ্যম। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দ মতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে দর্শকদেরই মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘এমএক্স প্লেয়ার’,’উল্লু’ অন্যতম। উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। এই সমস্ত ওয়েব প্ল্যাটফর্মগুলি তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায়।

Advertisement

১) দ্যা লাস্ট স্টোরিজ: এটি ওয়েব দুনিয়ার অন্যতম বোল্ড সিরিজ। এই সিরিজে কিয়ারা আডবাণী ও ভূমি পেডনেকরের পাশাপাশি দেখা মিলেছিল ভিকি কৌশলের। ছিলেন আরো একাধিক পরিচিত তারকারাও। এই সিরিজে দেখানো হয়েছে চারটি ভিন্ন গল্প। এই সিরিজে কিয়ারাকে একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে, যা ঘুম উড়িয়ে দেওয়ার মতন।

Advertisement
Advertisement

২) ভার্জিন ভাস্কর: বোল্ড সিরিজগুলির মধ্যে এটি অন্যতম। এটি জি ফাইভের সিরিজ। এই গল্প আইবুড়ো ছেলেদের নিয়ে। এটি যদি একা দেখা হয় তাহলে মনের উষ্ণতা বাড়তে বাধ্য। রুতপান্না ঐশ্বরিয়া, অনন্ত ভি জোশী, জিয়া শঙ্করকে অভিনয় করতে দেখা গিয়েছে এই সিরিজে।

৩) চরিত্রহীন- এটি হইচইয়ের অন্যতম বোল্ড বাংলা ওয়েব সিরিজ। এর একাধিক সিজন মন কেড়েছিল দর্শকমহলের। এই সিরিজের প্রতিটি সিজনে রয়েছে একাধিক ঘাম ঝরানো দৃশ্য। দর্শকদের মাঝে এটি যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল শুরু থেকেই, তা আর আলাদাভাবে বলার নয়। উল্লেখ্য, এই সিরিজের প্রতিটি সিজনের প্রতিটি এপিসোড ‘এমএক্স প্লেয়ার’ও দেখা যাবে।

৪) বেকাবু- এটি ‘এলটি বালাজি’র অন্যতম বোল্ড সিরিজ। এটি কার্যতই ‘বেকাবু’ করে বেশিরভাগকে। মধুস্নেহা উপাধ্যায় ও প্রিয়া ব্যানার্জী একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করেছেন এই সিরিজে। এটি যে দর্শকদের একাংশের মাঝে বেশ জনপ্রিয়, সেকথা আলাদাভাবে বলার নয়।

৫) চরম সুখ- এটি অন্যতম বোল্ড সিরিজ। এর প্রতিটি সাহসী দৃশ্য ঘাম ঝরাতে পারে দর্শকদের। এটি উল্লুর অন্যতম বোল্ড সিরিজ। এর তিনটি সিরিজই দর্শকমহলের একাংশের খুব পছন্দের, তা আর বলার নয়।

Recent Posts