একদিকে করোনা আর অন্যদিকে দোসর ডেঙ্গু, কলকাতায় আক্রান্ত দুই

Advertisement

Advertisement

একে করোনায় আক্রান্ত রাজ্য তার উপর এবার কলকাতায় হানা দিলো ডেঙ্গি। ডেঙ্গির আক্রমণে শহরে দুজন আক্রান্ত বলে জানা গিয়েছে। এক কিশোর এবং এক পৌঢ় আক্রান্ত ডেঙ্গিতে। জানা যাচ্ছে, আক্রান্ত কিশোরের বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকায়। ওই কিশোরের বয়স ১৩ বছর। এবং আক্রান্ত পৌঢ়ের বাড়ি মিডলটন স্ট্রিটে। তার বয়স ৭৮ বছর। করোনা আতঙ্কে একেই রাজ্যের অবস্থা খারাপ তার উপর আবার ডেঙ্গি হানা। জমা জল নিয়ে পুরসভার তরফে বেশ কয়েকবার সতর্ক করা হলেও সাধারণ মানুষের যে এখনো হুঁশ ফেরেনি ডেঙ্গি আক্রমণে সেকথাই প্রমাণিত হলো।

Advertisement

জানা যাচ্ছে, সম্প্রতি বালিগঞ্জের ওই কিশোরের জ্বর সহ একাধিক উপসর্গ ধরা পড়ায় তাকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে প্রথমে করোনা পরীক্ষা করা হয়, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। তারপর ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই কিশোরকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যদিকে ওই বৃদ্ধকেও জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। তাঁকেও প্রথমে করোনা পরীক্ষা করা হয়। করোনার রিপোর্ট নেগেটিভ আসলে ডেঙ্গির পরীক্ষা হয়। তখনই ডেঙ্গি ধরা পড়ে। ওই বৃদ্ধ বেলভিউ নার্সিংহোমে ভর্তি।

Advertisement

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শহরের একাধিক সরকারি, বেসরকারি ল্যাবরেটরিতে ইতিমধ্যেই ডেঙ্গি সংক্রমণের খবর মিলতে শুরু করেছে। এই বিষয়ে এক স্বাস্থ্যকর্তা বলেন, “স্বাস্থ্য দপ্তর বিষয়টির উপর নজর রাখছে। এর বেশি এখন বলা সম্ভব নয়।” বিশেষজ্ঞরা বলছেন, জল জমা নিয়ে এখনই ব্যবস্থা না নিলে বিপদ আসতে দেরি হবেনা। পুরসভার শীঘ্রই এদিকে নজর দেওয়া উচিত বলে মত তাদের।

Advertisement

Recent Posts