দেবাংশুর ‘খেলা হবে’ গানের নতুন সংস্করণ ‘ভাঙ্গা পায়ে খেলা হবে’, ব্যাপক ভাইরাল নেটদুনিয়ায়

হুইল চেয়ারে বসেই কর্মসূচি সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে খবরের শিরোনামে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম প্রচারে গিয়ে চোট পাওয়ার ঘটনা। বর্তমানে অনেকটা সুস্থ হয়ে এসএসকেএম থেকে ছাড়া পেয়ে বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। তবে আজ থেকেই রাজনীতির সক্রিয় ময়দানে হুইল চেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্ধারিত কর্মসূচী পালন করবেন। এছাড়াও এখন বঙ্গ রাজনীতিতে নতুন ভাবে তার অস্তিত্বের জানান দিচ্ছে দেবাংশু ভট্টাচার্য। সে তৃণমূলের হয়ে নির্বাচনে টিকিট না পেলেও, স্বতঃস্ফূর্তভাবে সে নিজেকে তৃণমূলের প্রচারের কাজে আত্মনিয়োজিত করেছে। সে প্রথম বাংলায় “খেলা হবে” গানের সূচনা করেছিল যা এখন রাজনৈতিক ময়দানে ট্রেন্ডিং।

Advertisement

এবার আবার দেবাংশু ভট্টাচার্য খেলা হবে স্লোগানের নতুন সংস্করণ তৈরি করলেন। এবার তার গানে রয়েছে মমতার চোট পাওয়ার ঘটনা। তার নতুন গান “ভাঙা পায়েই খেলা হবে।” আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তিনি নির্বাচন প্রাক্কালে তার কোনো কর্মসূচি বাতিল করবেন না। তিনি পায়ে ব্যথা থাকলেও হুইল চেয়ারে বসে তার কর্মসূচিতে উপস্থিত থাকবেন। আর সেই কথা মাথায় রেখেই দেবাংশু নতুন গানের ভিডিও বানিয়ে ফেলেছে। সেই ভিডিও দেবাংশু তার টুইটারে শেয়ার করে এবং অতি কম সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এবার তৃণমূলের রাজনীতির রঙ্গমঞ্চে নতুন গান, “ভাঙ্গা পায়ে খেলা হবে” আলোড়ন ফেলতে পারে।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, দেবাংশু ভট্টাচার্য নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম অনুরাগী বলে পরিচিতি করায়। দেবাংশু প্রথম খেলা হবে গানে রাজনীতিতে যে বিস্তর প্রভাব ফেলেছিল তা বোঝা গেছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সভাতে এসে খেলা হবে স্লোগানের বিরোধিতার মাধ্যমে। তবে কিছুদিন আগে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল যে এরপরেও কেন দেবাংশু নির্বাচনী টিকিট পেল না। তবে তাতে কোনো আক্ষেপ নেই ওই যুবকের। বরং তিনি জানিয়েছেন যে এবার আমি গোটা রাজ্য জুড়ে তৃণমূলের হয়ে প্রচার করতে পারব। আমি পদের লোভে রাজনীতি করি না।

Advertisement

Recent Posts