করোনা রোগীর মৃত্যুতে মোটা অঙ্কের টাকার দাবি, অভিযোগের তীরে চার্নক হাসপাতাল

Advertisement

Advertisement

কলকাতা : এবার করোনা রোগীর পরিবার থেকে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠলো তেঘড়িয়ার চার্নক হাসপাতালের বিরুদ্ধে। মৃতের নাম বিজয় চৌধুরী নামক ৩৬ বছর বয়স্ক ওই মৃত ব্যাক্তির পরিবার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে তেঘড়িয়ার চার্নক হাসপাতাল। আর এরপরেই এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার।

Advertisement

সূত্রের খবর বিজয় চৌধুরী দমদমের আর এন গুহ রোডের বাসিন্দা। গত ১৩ অগাস্ট বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তাঁকে তেঘড়িয়ার চার্নক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্টও পজিটিভ আসে, এরপর ১১ তারিখ তাঁর মৃত্যু হয়।

Advertisement

কিন্তু এই কদিনে তার করোনা চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ বিল করেছে ৭ লাখ টাকা। এরমধ্যে সাড়ে ৩ লাখ টাকা আগেই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু  মৃত্যুর পর আবার ৭ লাখ টাকা বিলই দিতে হবে এই দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি বিজয়ের আর এরপরেই হাসপাতাল এবং পরিবারের দুপক্ষই বচসা শুরু করে যার জেরে এলাকায় অশান্তি ছড়ায়।

Advertisement

 

Recent Posts