এবার বাতাসেও ছড়িয়ে পড়বে করোনা, দেখুন নতুন ভেরিয়েন্ট নিয়ে কি বলছেন অভিজ্ঞ বিজ্ঞানীরা?

মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, যদি সব সময়ে ঢিলেঢালা একটি মাস্ক পরা যায় তাহলে হয়তো এই ভাইরাসকে আটকানো সম্ভব

Advertisement

Advertisement

এবার নাকি বাতাস থেকে ছড়িয়ে পড়বে করোনাভাইরাস। এরকম একটি রিপোর্ট সামনে আসা মাত্রই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সকলের মধ্যেই। সম্প্রতি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে জানা যাচ্ছে, করোনাভাইরাস এর আলফা ভেরিয়েন্ট এর জন্য যারা যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশটাই আক্রান্ত হচ্ছেন বাতাসে ছড়িয়ে থাকা করোনাভাইরাস এর জন্য। এছাড়াও, এই একই সম্ভাবনা দেখা গিয়েছে ভারতে ডেল্টা ভেরিয়েন্ট এর ক্ষেত্রেও।

Advertisement

দক্ষিণ আফ্রিকায় মেলা করোনাভাইরাস এর বিটা প্রজাতি এবং ব্রাজিলের গামা প্রজাতির ক্ষেত্রে এই একই রকম সম্ভাবনা দেখা গিয়েছে। গবেষণায় উঠে এসেছে, এই দুটি ভেরিয়েন্ট এর ক্ষেত্রেও যারা আক্রান্ত হয়েছেন, তাদের সবথেকে বেশি কিন্তু, বাতাসে ছড়িয়ে থাকা করোনাভাইরাস এর মাধ্যমে আক্রান্ত হয়েছেন। এর ফলে, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সকলের এখন চিন্তার কারণ এটাই হয়ে দাঁড়িয়েছে, যদি করোনাভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে তাহলে বাঁচার সম্ভাবনা কোথায়?

Advertisement

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এখনো পর্যন্ত করোনাভাইরাস এর বাতাসে ছড়িয়ে পড়া নিয়ে কোনো রকম মন্তব্য করতে নারাজ। যদিও ইতিমধ্যেই ২০২০ সালে প্রায় ২০০ এর বেশি বিজ্ঞানীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি লিখেছে এই নিয়ে। সেই চিঠি লেখার পরবর্তীতে ২০২১ সালে করোনাভাইরাস এর বাতাসে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি করে, ‘বাতাসও করোনা ছড়ানোর জন্য উপযুক্ত হতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্তে আসার জন্য আলোচনার প্রয়োজন।’

Advertisement

তবে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা থেকে উঠে আসা তথ্য সামনে আসার পর থেকেই সকলের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকলের মনে করছেন, যদি করোনাভাইরাস আবারো বাতাসে ছড়িয়ে পড়ে তাহলে এই ভাইরাস থেকে বাঁচা যাবে কী করে? সেই সুলুক সন্ধান দিয়েছে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানিয়েছেন, ‘যদি ঢিলেঢালা মাস্ক পরা যায় সব সময় তাহলে বাতাসে ছড়িয়ে থাকা করোনাভাইরাস থেকে ৭৭ শতাংশ সুরক্ষা মিলতে পারে। এছাড়াও, যদি সঠিকভাবে টিকাকরণ হয় এবং সকলে মাস্ক পরার বিধি সঠিকভাবে মেনে চলেন তাহলে কিন্তু করোনাভাইরাস এর বাতাসে ছড়িয়ে পড়া থেকে সুরক্ষা পাওয়া যাবে।’

Recent Posts