খেলা

Chris Gayle: শুধু দীপিকাকেই দরকার আমার, মনের লুপ্ত বাসনা প্রকাশ করলেন ক্রিস গেইল

আইপিএলের ইতিহাসে যদি সর্বাধিক ব্যক্তিগত রানের কথা বলি, তবে ২০১৩ সালে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিকেট দানব ক্রিস গেইল।

Advertisement

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশা ক্রিস গেইল বর্তমানে ক্রিকেট ছেড়ে জীবনের অন্য ইনিংস খেলতে শুরু করেছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই গায়ক হিসেবে তার একটি অ্যালবাম ভিডিও প্রকাশ পেতে চলেছে। জানা গেছে, অর্কর (Arko) সঙ্গে ‘ওহ ফাতিমা’ (Oh Fatima) মিউজিক ভিডিয়োতেও দেখা যাবে টি-২০ ক্রিকেটের রাজাকে। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উত্তপ্ত রয়েছে ক্রিকেট মহল। শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, পাঞ্জাব কিংস ছেড়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শিবিরে ধ্বংসাত্মক পারফরমেন্স করার পর বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন ক্রিকেটের বাদশা।

Advertisement

তবে যখনই ভারতীয় প্রিমিয়ার লিগের কথা আলোচনায় এসেছে, তখনই বারবার উঠে এসেছে তার নাম। সম্প্রতি ‘ইউনিভার্স বস’ তাঁর নতুন গান নিয়ে এক জায়গায় কথোপকথন করতে গিয়ে নিজের মনের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন। যেখানে তিনি অকপটে বলেন,’বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে আমার। একবার ওর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। যেখানে আমার মনে হয়েছে ও খুব ভালো মেয়ে। আমি অন্তত একটি গানে দীপিকার সঙ্গে নাচতে চাই।’

Advertisement

আমরা আপনাদের জানিয়ে রাখি, করোনা মহামারিতে যখন গোটা বিশ্ব থমকে দাঁড়িয়েছিল, তখনই নিজের মিউজিক্যাল ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রিস গেইল। মূলত তার এক বন্ধুর অনুরোধে প্রথম বারের জন্য গানে গলা মেলান তিনি। আমরা আপনাদের জানিয়ে রাখি,গেইলের প্রথম গানের নাম ছিল, ‘উই কাম আউট টু পার্টি’। উল্লেখ্য, ক্রিস গেইলের প্রসঙ্গ যখন আসে তখন বিনোদনের কথা আসবেনা, সে কথা যেন কল্পনা করা যায় না। ক্রিকেটের মাঠে হোক কিংবা বাইরে, সর্বদা তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে ভক্তদের আনন্দ দিয়ে থাকেন। প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে যদি সর্বাধিক ব্যক্তিগত রানের কথা বলি, তবে ২০১৩ সালে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ক্রিকেট দানব ক্রিস গেইল।

Advertisement