টেক বার্তা

Honda Shine-এর বাজার ধ্বংস করতে প্রস্তুত বাজাজের এই বাইক, কিলার লুকের সাথে রয়েছে দুর্দান্ত ফির্চাস

Bajaj CT 125cc গাড়ির ব্রেকিং সিস্টেমের কথা বলি, তবে এর উভয় চাকায় ড্রাম ব্রেক লক্ষ্য করতে পারবেন।

Advertisement

Advertisement

বর্তমানে ভারতের বাজারে 125cc-র একাধিক গাড়ি উপলব্ধ থাকলেও মাইলেজের দিক থেকে সবাইকে পিছনে ফেলতে চলেছে বাজাজের এই শক্তিশালী গাড়ি। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, বাজাজের এই 125cc গাড়িটি লিটার প্রতি তেলে 90 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। শুধু তাই নয়, দুর্দান্ত এই গাড়িটি মাত্র 14 সেকেন্ডে 80 কিলোমিটার গতি তুলতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজাজের এই নতুন গাড়িটি TVS Raider 125cc, Honda SP125cc, Bajaj Pulsar 125cc, Super Splendor 125cc গাড়িগুলির সাথে তীব্রভাবে প্রতিযোগিতা করবে ভারতের বাজারে।

Advertisement

Advertisement

ভারতীয় বাজারে চিরাচরিত কয়েকটি গাড়ির বিকল্প হিসেবে খুব শীঘ্রই Bajaj CT 125cc গাড়ি লঞ্চ হতে চলেছে। সূত্রের খবর অনুসারে, চলতি বছরের জুলাইতে গোপনে CT 125cc বাইক লঞ্চ করেছে Bajaj। ইতিমধ্যে বাজাজের এই নতুন বাইকটি ভারতীয় বাজারে হট কেকের মতো বিক্রি হচ্ছে। গাড়ি প্রেমীদের কাছে তীব্রভাবে জনপ্রিয় হয়ে ওঠার পেছনে অন্যতম কারণ, বাজাস তাদের নতুন এই বাইকটিকে কিছুটা স্পোর্টস লুক দেওয়ার চেষ্টা করেছে। যা অন্যান্য গাড়ির তুলনায় গ্রাহকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

Advertisement

দুর্দান্ত এই বাইকটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে Bajaj CT 125cc-র বাইকে একটি 124.5cc শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10.9 Ps শক্তি এবং 11Nm টর্ক জেনারেট করতে সক্ষম। শুধু তাই নয়, শক্তিশালী এই ইঞ্জিনটি 5 স্পিড গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এছাড়া বাজাজের এই গাড়িতে যদি আধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটারের, স্ট্যান্ড এলার্ম সিস্টেম, ইঞ্জিন ইন্ডিকেটর, সেল্ফ স্টার্ট এবং ডিজিটাল ডিসপ্লে লক্ষ্য করা যাচ্ছে। যা গাড়িটিকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন কোম্পানির কর্মকর্তারা।

যদি Bajaj CT 125cc গাড়ির ব্রেকিং সিস্টেমের কথা বলি, তবে এর উভয় চাকায় ড্রাম ব্রেক লক্ষ্য করতে পারবেন। এছাড়া গাড়িটিতে এর দ্বিতীয় ভেরিয়েন্ট হিসেবে সামনের চাকায় ডিক্স ব্রেক দেখতে পাবেন। দুর্দান্ত এই গাড়িটিতে অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার দেখতে পাবেন আপনারা। যদি শক্তিশালী এই গাড়িটির দামের কথা বলি, তবে মাত্র 80,000 টাকায় ক্রয় করতে পারবেন গাড়িটি।

Recent Posts