মৌলালি মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বামেদের, জানুন কেমন চলছে বাংলা বনধ

বাম যুব-ছাত্র সংগঠনের নবান্ন অভিযান পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হতে আজ শুক্রবার বামেরা ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছিল

Advertisement

Advertisement

গতকাল বাম যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযান পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সরব হতে আজ শুক্রবার বামেরা ১২ ঘন্টার বাংলা বনধ ডেকেছিল। তবে কাল থেকে সন্দেহ ছিল আদেও এই বনধ কতটা সক্রিয় হতে পারবে। আজ সকাল থেকে শহর কলকাতার দৃশ্যটা ছিল সম্পূর্ণই আলাদা। সকালেই মৌলালি মোড়ে ধর্মঘটীদের তান্ডব দেখা গেল। তারা গোটা রাস্তা জুড়ে টায়ার ও খড় জ্বালিয়ে বাস আটকানোর চেষ্টা করেছিল। সেই বিক্ষোভের জেরে মৌলালির মত ব্যস্ততম রাস্তা বন্ধ ছিল প্রায় ১৫-২০ মিনিট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এবারের বিধানসভা নির্বাচনে বামেদের সাথে জোট বেঁধে ভোটযুদ্ধে নামছে কংগ্রেস। তাই আজকে বামেদের ১২ ঘন্টা বাংলা বনধ এ দেখা গেল কংগ্রেস দেরও। এছাড়াও এই বনধকে সমর্থন জানিয়েছে আব্বাস সিদ্দিকী। আজ সকালে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, “কোথাও জোর করে মানুষকে বা রাস্তাকে আটকানো হবে না।” এছাড়াও একই সুরে সুজন চক্রবর্তী বলেছেন, “মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে বনধ পালিত হবে।” তবে শীর্ষ নেতারা বললেও সকাল থেকেই রাজ্যের প্রান্তে প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে।

Advertisement

আজ মৌলালি মোড়ে বাস আটকানোর চেষ্টা করা একা আন্দোলন সমর্থনকারীকে প্রশ্ন করলে সে ঝাঁজালো উত্তর দিয়েছে, বাস কেন চলবে আজকে? মেরে হাত-পা ভেঙে দিয়েছে। কেন বাস চলবে? মৌলালি ছাড়াও যাদবপুর রেল অবরোধের ছবি চোখের সামনে এসেছে। আটক করা হয়েছে হাসনাবাদ লোকাল বারুইপুর লোকাল। এছাড়াও জাদবপুর 8b বাস স্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করা হয়।

Advertisement