Categories: দেশনিউজ

গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন, ঘোষণা কেন্দ্রের

Advertisement

Advertisement

গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন করতে চলেছে কেন্দ্র সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে এমনই খবর। পিটিআই জানাচ্ছে, কেন্দ্র সরকার মোটর ভেহিকল অ্যাক্ট সংশোধনের জন্য মতামত চেয়েছে। আগামী মাসের মধ্যেই এই সংক্রান্ত সংশোধন নিয়ে আসতে পারে কেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় পরিবহন দপ্তর এই বিষয়ে নোটিফিকেশন জারি করেছে। প্রসঙ্গত, কয়েক মাস আগেও এই সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করেছিল কেন্দ্রীয় পরিবহন দপ্তর। গত মার্চ মাসে জারি করা হয়েছিল নোটিফিকেশন। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নোটিফিকেশন জারি করলো সরকার।

Advertisement

জানা যাচ্ছে, নতুন সংশোধনে পুরানো নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হবে। নতুন নিয়মে গাড়ি কেনার পর তা খারাপ হয়ে গেলে সেই নির্দিষ্ট গাড়ি তৈরির সংস্থার উপরে জরিমানা বাড়ানো হতে পারে। জরিমানার পরিমাণ এক্ষেত্রে ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত করা হতে পারে। এমনই প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মে সংশোধনও হবে।

Advertisement

Recent Posts