সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে আসতে চলেছে এই সমস্ত অত্যাধুনিক গাড়ি, জানুন নতুন গাড়ির দাম

মাহিন্দ্রা থেকে শুরু করে হুন্ডাই, মরিস গ্যারাজ, প্রত্যেকটি কোম্পানি নিয়ে আসতে চলেছে তাদের নতুন গাড়ি

Advertisement

Advertisement

যদি আপনি নিজের বাড়িতে একটি নতুন গাড়ি নিয়ে আসতে চান তাহলে আর কয়েকদিন অপেক্ষা করলেই আপনারা কিনে নিতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ নতুন গাড়ি। সেপ্টেম্বর মাসে একসাথে বেশ কিছু গাড়ি লঞ্চ হতে চলেছে যেখানে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক বেশ কিছু ফিচার। এর মধ্যে যেমন রয়েছে ইলেকট্রিক গাড়ি, তেমনি কিন্তু রয়েছে পেট্রোল চালিত সাধারণ গাড়ি ও। মাহিন্দ্রা থেকে শুরু করে হুন্ডাই, মরিস গ্যারাজ, প্রত্যেকটি কোম্পানি নিয়ে আসতে চলেছে তাদের নতুন গাড়ি। চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত গাড়ির ফিচার এবং দাম।

Advertisement

১. Mahindra eXUV 400

Advertisement

সেপ্টেম্বর মাসে মাহিন্দ্রা কোম্পানি ভারতের লঞ্চ করতে চলেছে তাদের একেবারে ব্র্যান্ড নিউ ইলেকট্রিক গাড়ি Mahindra eXUV 400। সম্ভাবনা রয়েছে, সেপ্টেম্বর মাসের ৮ থেকে ১৩ সেপ্টেম্বর এর মধ্যেই এই গাড়ি লঞ্চ হতে পারে। এই গাড়িতে একটি অত্যাধুনিক ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা ৪০০ কিলোমিটারের বেশি চালাতে পারবেন একটি চার্জ দিলেই। এছাড়াও এই গাড়িতে অত্যাধুনিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম সাপোর্ট দেওয়া হয়েছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১৫০ হর্স পাওয়ার ক্ষমতার ইলেকট্রিক মোটর, এই গাড়ির দাম হবে মোটামুটি ১৪ থেকে ১৬ লক্ষ টাকার মধ্যে।

Advertisement

২. Hyundai Venue N Line

সেপ্টেম্বর মাসে ভারতের অন্যতম বড় গাড়ি নির্মাতা কোম্পানি হুণ্ডাই নিয়ে আসতে চলেছে তাদের নতুন গাড়ি, যা তৈরি হবে Venue লাইনআপের উপরে। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে Hyundai Venue N Line। এই গাড়িটি লঞ্চ করা হবে আগামী ৬ সেপ্টেম্বর এবং এই গাড়িতে এক লিটারের তিনটি সিলিন্ডারের টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই গাড়িটি ১২০ বিএইচপি সর্বাধিক পাওয়ার জেনারেট করতে পারে এবং তার সাথেই ১৭২ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই গাড়িতে টিউন সাসপেনশন এবং স্পটিয়ার এক্সজস্ট সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া এই গাড়িতে ৮ ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, পাওয়ার ড্রাইভার সিট, কানেক্টেড কার টেক, বোস সাউন্ড সিস্টেম এবং এলইডি প্রজেক্টর দেওয়া হয়েছে

৩. MG ZS EV Excite

এমজি মোটরস ইতিমধ্যেই তাদের নতুন গাড়ি নিয়ে মার্কেটে আসার পরিকল্পনা শুরু করে দিয়েছে। সেপ্টেম্বর মাসে ২২ লক্ষ টাকা দামে ভারতে আসতে চলেছে মরিস গ্যারাজ কোম্পানির নতুন ইলেক্ট্রিক ভেহিকেল MG ZS EV Excite। সেপ্টেম্বর মাসে এই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে।

তবে এই তিনটি গাড়ি ছাড়াও ভারতে আগামী মাসে লঞ্চ হতে চলেছে Hyundai Creta Facelift, Maruti Suzuki S-Cross 2022, Toyota Urban Cruiser Hyryder, Maruti Suzuki Grand Vitara এর মত কিছু গাড়ি।

Recent Posts