Ananya Pandey: লাল পোশাকে স্পষ্ট অস্বস্তি, লজ্জার হাত থেকে বাঁচতে কী করলেন অভিনেত্রী অনন্যা, তুমুল ভাইরাল ভিডিও

গেহরাইয়া ছবির প্রমোশনের জন্য আজকে একটি অনুষ্ঠানে তাকে দেখা গেলো একটি লাল রঙের পরে পাপারাজ্জিদের সামনে পোজ দিতে

Advertisement

Advertisement

অনন্যা পান্ডে, বলিউডে তাকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। একজন স্টার কিড হলেও তার অভিনয় দক্ষতা যে বেশ ভালই তা এতদিনে হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে ভারতের জনসাধারণ। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ থেকে শুরু করে পতি পত্নী ওউর ও তার জীবন্ত অভিনয় এবং প্রাণোচ্ছল হাসিতে ঘায়েল নেট জনতার মন। আর কিছুদিনের মধ্যেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে অনন্যা পান্ডে অভিনীত ছবি গেহরাইয়া। এই ছবিতে তাকে ছাড়াও আমরা দেখতে পেতে চলেছি সিদ্ধান্ত চতুর্বেদী, দীপিকা পাড়ুকোন এবং ধৈর্য কারওয়াকে। সম্প্রতি এই ছবির একটি প্রচার অনুষ্ঠানে অনন্যা কে আমরা দেখতে পেলাম একটি লাল রঙের পোশাক পরে এই সিনেমার প্রমোশন করতে।

Advertisement

তবে, সম্প্রতি সেই প্রমোশন অনুষ্ঠান থেকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি, অনন্যা অত্যন্ত শর্ট একটি লাল পোশাক পরে রয়েছেন। তার ড্রেস ফুল স্লিভ হলেও তার ড্রেস এতটাই শর্ট যে তাকে নানা সময় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পোশাকটি পরে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না প্রথম থেকেই। শর্ট ড্রেস হওয়ার পাশাপাশি, এই পোশাকটি অত্যন্ত টাইট ফিটিং, তাই এই পোশাকটিতে তার মুখের এক্সপ্রেশনেও ছিল বিরক্তি।

Advertisement

বারবার এই ভিডিওতে দেখা যাচ্ছিল অনন্যাকে এই পোশাকটি টেনে নামাতে। কিন্তু এতটাই শর্ট এবং এতটাই টাইট এই পোশাক যে তাকে বারবার সমস্যার সম্মুখীন হতে হয়। তার সঙ্গেই যে জায়গায় তারা প্রমোশন করতে গিয়েছিলেন, সেখানকার আবহাওয়া ছিল প্রচন্ড ঠান্ডা। তাই তাকে একাধিকবার এই ঠান্ডার জন্যেও বিরক্ত হতে দেখা গেলো। একসময় তিনি রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন পাপারাজ্জিদের উপরেই। তবে কিছুক্ষন পরে আবারো নিজের ভুল বুঝে তিনি তাদের সামনে পোজ দিলেন।

Advertisement

তার সঙ্গেই এই পোশাকের ডিপ নেকলাইন নিয়েও তাকে বিরক্ত হতে দেখা যায়। এই ভিডিওটি এখন ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হয়েছে। অনেকেই এই ভিডিওটি দেখেছেন এবং ভিডিওতে কমেন্ট করেছেন। তবে সকলেই যে অনন্যার পাশে আছেন তা না, অনেকে আবার তার এই ওয়ার্ডরোব ম্যালফাংশনের জন্য তাকে ট্রল করতেও পিছপা হননি।