‘প্রথম দুই দফা নির্বাচনে ৫০ এর বেশি আসন জিতবে বিজেপি’, উত্তরবঙ্গ থেকে মন্তব্য আত্মবিশ্বাসী শাহের

উত্তরবঙ্গ কোচবিহারের শীতলকুচিতে আজ অমিত শাহ জনসভায় উপস্থিত হয়েছিলেন

Advertisement

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে। ইতিমধ্যেই দুই দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফা নির্বাচনে রাজ্যের ৫ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল এবং দ্বিতীয় দফা নির্বাচনে ৪ টি রাজ্যের ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। দুই দফা নির্বাচন হওয়ার পর বাংলার ২৯৪ বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬০ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল নির্বাচনের পর আজ অর্থাৎ শুক্রবার কোচবিহারের শীতলকুচিতে জনসভায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জনসভায় উপস্থিত থাকে বেশ দৃঢ় আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি বলেছেন, “চিন্তা করবেন না। ২ মে দিদি যাচ্ছে। উত্তরবঙ্গে আচ্ছে দিন আসবে। প্রথম দুই দফা নির্বাচনে বিজেপি ৫০ টির বেশি আসন পাবে।”

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন উত্তরবঙ্গে উপস্থিত থেকে গতকালের নন্দীগ্রাম নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে কোন সন্দেহ নেই।” সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গলায় সুর তুলে তিনি বলেছেন, “মমতা তৃণমূল মানেই তানাশাহি, তোলাবাজি ও তুষ্টিকরনের রাজনীতি। কিন্তু বিজেপি মানে হলো বিকাশ ও বিশ্বাস। তৃণমূল বিজেপির মধ্যে ফারাক বিস্তর। দিদি উত্তরবঙ্গে শুধুমাত্র অন্যায় করেছে। আপনাদের জন্য কোনো উন্নয়ন হয়নি।”

Advertisement

এছাড়া প্রচারে ঝড় তুলতে তিনি আজ বলেছেন, “উত্তরবঙ্গ যারা রক্ষা করে চলেছে তাদের নারায়ণী সেনার স্মরণে একটি ব্যাটেলিয়ান বানাবো। তাতে থাকবে রাজবংশী সমাজের মানুষজন। এমন ব্যবস্থা করবো যাতে উত্তরবঙ্গের মানুষ নারায়ণী সেনাকে আগামী ১০০ বছরে না ভুলে যায়।” এছাড়াও বিজেপির উন্নয়নের খতিয়ান দিয়ে তিনি বলেছেন, “বিজেপি জিতলে উত্তরবঙ্গে একটি চা পার্ক তৈরি হবে। উত্তরবঙ্গে এইমস ধাঁচে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে। অনুপ্রবেশ বন্ধ হবে। উত্তরবঙ্গ বিকাশ বোর্ড তৈরি হবে। এছাড়াও শীতলকুচিতে রাস্তা তৈরি হবে।”

Advertisement

Recent Posts