করদাতাদের জন্য খুশির খবর, আয়কর কমলো বাজেটে, দেখে নিন কত হল নতুন কর

Advertisement

Advertisement

আয়কর কমলো নতুন বাজেটে। সাধারণ মধ্যবিত্তের মুখে হাসি ফুটবে এই খবরে। কত আয়কর হলো দেখে নিন এক ঝলকে-

Advertisement

আগের বাজেটে ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয়নি। ১০ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে ২০% বা তার বেশিতে ৩০% কর দিতে হয়েছে। এবারের বাজেটে যাদের আয় ৫ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের আয়কর ২০% থেকে কমে ১০% হলো। ৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের ২০% এর জায়গায় নতুন আয়কর নিয়মে ১৫% আয়কর দিতে হবে।

Advertisement

আরও পড়ুন : বাজেট ২০২০ : এবারের বাজেটে ৩ টি বড় পয়েন্ট

Advertisement

১০ লক্ষ থেকে ১২.৫ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের ৩০% এর জায়গায় নতুন আয়কর নিয়মে ২০% আয়কর দিতে হবে। এছাড়া যাদের আয় ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষের মধ্যে তাদের ২৫% কর দিতে হবে। পাশাপাশি ১৫ লক্ষ টাকার বেশি যাদের আয়, তাদের ৭৮ হাজার টাকা পর্যন্ত বাঁচানোর সুযোগ থাকবে নতুন আয়কর নিয়মে। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না বলে জানানো হয়েছে বাজেটে।

Tags: Budget 2020