খরচ ২০ টাকার কম, দুর্দান্ত অফার নিয়ে হাজির Jio

Advertisement

Advertisement

বর্তমানে দেশে উপস্থিত একাধিক জনপ্রিয় টেলিকম সংস্থা। নিজের মধ্যে কম্পিটিশন এ এগিয়ে থাকতে একের পর এক সস্তা প্ল্যান গ্রাহকদের অফার করে চলেছে সংস্থাগুলি। তাদের এই প্রতিযোগিতায় অনেকটাই সুবিধা হচ্ছে সাধারন গ্রাহকদের। Jio, Airtel, Vodafone-Idea এবং BSNL এর মতো সংস্থাগুলি গ্রাহকদেরকে অফার করে একের পর এক সস্তা প্ল্যান। কোনও প্ল্যানে গ্রাহক পান দৈনিক বৈধতার বাহার, কোনও প্ল্যানে আবার রয়েছে বেশি ডেটার সম্ভার। তবে এই কোম্পানিগুলির এমন কিছু প্ল্যান আছে যার দাম ২০ টাকার ও কম। তবে ২০ টাকার কম হওয়া সত্ত্বেও এই প্ল্যানে গ্রাহক পাবেন আনলিমিটেড কলিং এর সাথে ডেটার সুবিধা। চলুন জানা যাক প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারে,

Advertisement

VI এর ১৯ টাকার প্রি পেইড প্ল্যান
এটি কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান। এই প্ল্যানে গ্রাহককে দেওয়া হয় আনলিমিটেড কলিং এর সুবিধা। সাথে গ্রাহক ব্যবহার করতে পারবেন ২০০ mb হাইস্পিড ডেটাও। তবে এই প্ল্যানের বৈঢতা কেবল ২ দিন। তবে ডেটা এবং কলিং ছাড়া এই প্ল্যানে গ্রাহককে কোনও sms এর সুবিধা দেওয়া হবেনা।

Advertisement

Airtel এর ১৯ টাকার প্ল্যান
এই প্ল্যানটিও Airtel কোম্পানির সবথেকে সস্তা প্ল্যান। এই প্ল্যানে গ্রাহককে দেওয়া হয় আনলিমিটেড কলিং এর সুবিধা। সাথে গ্রাহক ব্যবহার করতে পারবেন ২০০ mb হাইস্পিড ডেটাও। তবে এই প্ল্যানের বৈঢতা কেবল ২ দিন। তবে ডেটা এবং কলিং ছাড়া এই প্ল্যানে গ্রাহককে কোনও sms এর সুবিধা দেওয়া হবেনা।

Advertisement

BSNL এর ১৮ টাকার প্ল্যান
এই তালিকায় পিছিয়ে নেই জনপ্রিয় সরকারি টেলিকম সংস্থা BSNL ও। তাদের এই প্ল্যানের বৈধতা ২ দিন হলেও গ্রাহককে তারা অফার করে প্রতিদিনের ১ জিবি হাই স্পিড ডেটা। অর্থাৎ ২ দিনে গ্রাহক পাবেন ২ জিবি হাইস্পিড ডেটা। সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধাও।

Jio এর ১১ টাকার প্ল্যান
এই প্ল্যানে গ্রাহককে দেওয়া হয় ১ জিবি ডেটা। তবে এই প্ল্যানের বৈধতা নির্ভর করে গ্রাহকদের বিদ্যমান প্ল্যানের ওপর।

Tags: tech news