ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করুন এই লাভজনক ব্যবসা, প্রতি মাসে আয় হবে লক্ষাধিক টাকা

বর্তমানে দেশের বাজারে বয়লার মুরগি ১৮০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

Advertisement

এই মুহূর্তে যদি আপনি কর্মহীন অথবা বেকার হন, তবে আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি লাভজনক ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে এসেছি, যার মাধ্যমে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।

Advertisement

বর্তমানে ভারতবর্ষ হোক কিংবা বিশ্ব বাজার, সর্বত্রই চাহিদা রয়েছে মুরগির মাংসের। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ কমেছে চোখে পড়ার মতো। অথবা অনেকেই বাজারে উপলব্ধ বয়লার মুরগি খেতে পছন্দ করছেন না। আর এই জন্য দিনের পর দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে দেশি মুরগির। আজকের দিনে ভারতের বাজারে দেশি মুরগির মাংস হোক কিংবা ডিম, সমস্ত কিছুর চাহিদা রয়েছে চোখে পড়ার মতো।

Advertisement

বিগত কয়েক বছরে ভারতের বাজারে দেশি মুরগির মাংস এবং ডিমের চাহিদা যে হারে বৃদ্ধি পেয়েছে, সেই অনুপাতে তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যেখানে বর্তমানে দেশের বাজারে বয়লার মুরগি ১৮০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

কিভাবে ব্যবসা শুরু করবেন: দেশি মুরগির ব্যবসা শুরু করতে হলে আপনাকে মাত্র কয়েকশো টাকা বিনিয়োগ করতে হবে। হাতেগোনা কয়েকটি মুরগির মাধ্যমে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এরপর বাড়িতে বাচ্চা উৎপাদন করে আপনার ব্যবসার প্রসারণ করতে পারেন।

আনুমানিক ব্যয়: দেশি মুরগির খামার তৈরি করতে হলে মাত্র কয়েক শত টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন আপনি। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় তা পালন করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না খামার মালিককে। তাছাড়া দেশের মুরগি বাড়ি থেকেই খুব সহজে বিক্রি করা সম্ভব। ফলে অন্যান্য ব্যবসার থেকে দেশি মুরগির ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি।

Recent Posts