বাংলা সিরিয়াল

TRP List: সিদ্ধার্থ-মিঠাইয়ের পাশাপাশি ফেল ঋদ্ধি-খড়ির রসায়নও, এবার সকলকে টপকে তালিকার প্রথমে লালন-ফুলঝুরি

Advertisement

Advertisement

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। তবে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেলেও আবারো ফেল পর্দার উচ্ছেবাবু ও তুফান মেলের রসায়ন। তবে এবার ওদের পাশাপাশি ফেল ঋদ্ধি-খড়ির রসায়নও। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় চারে ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’। তবে সকলকে টেক্কা দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে স্টার জলসার ‘ধুলোকণা’।

Advertisement

দর্শকরা প্রতি সপ্তাহে টিআরপি তালিকার জন্য অপেক্ষা করে থাকেন। তাদের পছন্দের কোন ধারাবাহিক কিংবা রিয়্যালিটি শো কত নম্বরে স্থান পেল! তা জানার জন্য মুখিয়ে থাকেন তারা। স্টার জলসার ‘ধুলোকণা’ ছাড়াও ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’কে টেক্কা দিয়েছে জি বাংলার ‘গৌরী এলো’ ও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। তবে এর মধ্যেও একে অপরের পিছু ছাড়েনি ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’। তবে এবার তাদের সাথেই একই স্থানে স্টার জলসার ‘আলতা ফড়িং’ও। এবার নজর রাখার যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।

Advertisement

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-

Advertisement

১) ধুলোকণা ( স্টার জলসা ) – ৮.৪
২) লক্ষ্মী কাকিমা সুপারস্টার ( জি বাংলা ) – ৭.৭
৩) গৌরী এল ( জি বাংলা ) – ৭.৩
৪) • মিঠাই ( জি বাংলা ) – ৭.২
• গাঁটছড়া ( স্টার জলসা ) – ৭.২
• আলতা ফড়িং ( স্টার জলসা ) – ৭.২
৫) অনুরাগের ছোঁয়া ( স্টার জলসা ) – ৬.৫
৬) মন ফাগুন ( স্টার জলসা ) – ৬.১

উল্লেখ্য, এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে অবাক হয়ে গিয়েছেন দর্শকরাও। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় চোখ রাখা মাত্রই ‘মিঠাই’ ও ‘গাঁটছড়া’ অনুরাগীদের মনখারাপ হয়েছে কিছুটা। তবে তাদের সাথে এই সপ্তাহে পাল্লা দিয়ে চারে রয়েছে ‘আলতা ফড়িং’ও। তবে চ্যানেলের বিচারে দেখতে গেলে জি বাংলা কিংবা স্টার জলসা পিছিয়ে নেই কেউই।