শহরে রেল টিকিটের জাল সফটওয়্যার চক্র, তদন্তে সাইবার সেল

Advertisement

Advertisement

কলকাতা: রেলের জাল সফটওয়্যার ধরা পরল খাস কলকাতায়। এই ঘটনায় উত্তর কলকাতার বড়তলা থানা এলাকা থেকে চন্দ্র গুপ্তা নামে এক ব্যক্তিকে। উনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও ছিলেন। তাই দীর্ঘদিন ধরে রেলের জাল সফটওয়্যার বানিয়ে টিকিট বিক্রি টিকিট বিক্রি করা দরকার বাঁহাতের খেল বলে মনে করছে বড়তলা থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে এই জলচক্রের ব্যবসা রমরমিয়ে বেলতলা, রানাঘাট ও বনগাঁর বিভিন্ন জায়গায় চালানো হতো। পূর্ব রেলের লিলুয়া শাখায় ১৫ আগস্ট থেকে একটি সাইবার ক্রাইম সেল খোলা হয়। সেলের আধিকারিকরাই এই সফটওয়্যার চক্রের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালায়।

Advertisement

জানা গিয়েছে, একটি উন্নত ধরনের সফটওয়্যারের মাধ্যমে টিকিট নির্ধারণ করে থাকতো চন্দ্র গুপ্তা। সেই টিকিটে নাম, ঠিকানা, ফোন নম্বর, ট্রেনের নম্বর সহ সমস্ত তথ্য আগে থেকেই লোড করা থাকত। বেশ কিছু বছর ধরে টিকিটের বেশিরভাগ অংশটি দালাল চক্রের হাতে এই সফটওয়্যারের মাধ্যমে চলে গিয়েছে বলে সূত্রের খবর।

Advertisement