নিউজ

Bank Holiday: এপ্রিলে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ দিন, মাস শুরুর আগেই দেখে নিন ছুটির দিনের তালিকা

এপ্রিল মাস শুরু হলেই শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ

Advertisement

Advertisement

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।

Advertisement

মাঝে আর কিছুদিন। এপ্রিল শুরু হলেই শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ। এই সময়ে আর্থিক বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এমন অনেক পরিবর্তন রয়েছে যা সাধারণ মানুষের জীবন ও পকেটে সরাসরি প্রভাব ফেলবে। তার মধ্যেই আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে যে আগামী মাসেও বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আরবিআই অনুযায়ী এপ্রিল মাসে সাপ্তাহিক ছুটি এবং উৎসবের জন্য ছুটির কারণে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। কোন দিন কোন শহরে ব্যাংক বন্ধ থাকবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

এপ্রিল মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:

Advertisement
  • 1 এপ্রিল, 2023- অ্যানুয়াল ক্লোজিংয়ের কারণে, আইজল, শিলং, সিমলা এবং চণ্ডীগড় ছাড়া সমগ্র দেশে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
  • 2 এপ্রিল, 2023- রবিবারের কারণে সারা দেশের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • 4 এপ্রিল, 2023- মহাবীর জয়ন্তীর কারণে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লি, রায়পুর এবং রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
  • 5 এপ্রিল, 2023- বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীর কারণে হায়দ্রাবাদে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 7 এপ্রিল 2023- গুড ফ্রাইডে এর কারণে, আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি
    বন্ধ থাকবে।
  • 8 এপ্রিল, 2023- দ্বিতীয় শনিবারের কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 9 এপ্রিল, 2023- রবিবারের কারণে, সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 14 এপ্রিল, 2023- ডক্টর বাবাসাহেব আম্বেদকরের কারণে, আইজল, ভোপাল, নয়াদিল্লি, রায়পুর, শিলং এবং সিমলা ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 15 এপ্রিল, 2023- বিশু, বোহাগ বিহু, হিমাচল দিবস, বাংলা নববর্ষের কারণে আগরতলা, গুয়াহাটি, কোচি, কলকাতা, সিমলা এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 16 এপ্রিল, 2023- রবিবারের কারণে ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
  • 18 এপ্রিল, 2023 – জম্মু ও শ্রীনগরের ব্যাঙ্কে শব-ই-কদর বন্ধ থাকবে।
  • 21 এপ্রিল, 2023- ঈদ-উল-ফিতরের কারণে আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 22 এপ্রিল, 2023- ঈদ এবং চতুর্থ শনিবারের কারণে অনেক জায়গায় ব্যাংক বন্ধ থাকবে।
  • 23 এপ্রিল, 2023- রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 30 এপ্রিল, 2023 – রবিবারের কারণে, ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

Recent Posts