Categories: অফবিট

সুপার হিরোর মুখোশ পরেই জন্ম, সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সুপারহিরো

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জী : ফ্লোরিডায় জন্মেছে এক ছোট্ট সুপারহিরো। কি অবাক হচ্ছেন শুনে? এই ছোট্ট শিশুটির নাম লুনা। কিন্তু তাকে সুপারহিরো কেন বলা হচ্ছে! তার মুখের বেশিরভাগ অংশ জুড়েই আমাদের বাংলা ভাষায় জরুল এর দাগ। দেখতে অনেকটা মনে হচ্ছে সুপার হিরো মুখোশ পরে রয়েছে। তবে তার মুখের উপর এই গাছটি একটি রোগের কারণে এই রোগটির নাম কনজেনিটাল মেলানোসাইট নেভাস। তার দুই চোখ, কপালে কিছুটা অংশ এবং দুই গালে কিছুটা অংশে এই কালো দাগ দেখে মনে হচ্ছে শিশুটি যেন মুখোশ পড়ে রয়েছে। তবে এর মধ্যেই শিশুটি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

তবে ডাক্তার জানিয়েছে, তার মুখে সাত থেকে আটটি অপারেশন করালে শিশুটি একেবারে সুস্থ হয়ে উঠবে। লুনার মা ক্যারল চাইছেন, শিশুটির অস্ত্র প্রচার করে নিতে কারণ তার মনে হচ্ছে এখন সবাই আদর করছে কিন্তু বড় হয়ে এই মুখের দাগই তার কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়াবে।

Advertisement
Tags: offbeat

Recent Posts