বাজারে আসলো ৮ লক্ষ টাকার বাইক

Advertisement

Advertisement

আপনি যদি বাইক সম্পর্কে খুবই উৎসাহী হয়ে থাকেন এবং উচ্চতর ক্ষমতাযুক্ত 250 cc বাইকের খোঁজ করে চলেছেন তবে এটির পেছনে 3-5 লাখ টাকা খরচ করা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আর যদি এটি 7.95 লাখ হয়? শুনে চমকে গেলেও এমনটাই হতে চলেছে।

Advertisement

বিখ্যাত ইটালিয়ান মোটরবাইক নির্মাতা সম্প্রতি 250 cc এর একটি বাইক লঞ্চ করেছে। যেটি হলো Aprilia RS 250 SP। এর দাম 7.95 লক্ষ টাকা। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো, এটি শুধুমাত্র একটি রেসিং বাইক।

Advertisement

Advertisement

বাইকটির ডিজাইন করেছে Aprila এবং Italian Motorcycling Federation এর অংশীদারিত্বে এটি নির্মাণ করেছে Ohvale সংস্থা। জানা গেছে এই বাইকটি আগামী বছর FMI’s Aprilia Sport Production championship এ 11 বছর বয়সী রাইডারদের জন্য ব্যবহৃত হবে।

বাইকটি দেখতে আসলে রেসিং মেশিনের মতো। প্রায় 28 bhp এর তৈরি 250 cc এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে। তবে এটি খুব শক্তিশালীও নয়। বাইকটির ওজন 105 কেজি। তরুণ রাইডারদের জন্য এটি সম্পূর্ণ উপযুক্ত। এছাড়া রেসিং এর জন্য একগুচ্ছ ইলেকট্রনিক বৈশিষ্ট্য রয়েছে এতে।

Tags: bike

Recent Posts