পরনে লাল শাড়ি, মাথায় সিঁদুর মাখা! বিয়ে করলেন অনির্বাণ-মধুরিমা, দেখুন নব-দম্পত্তির প্রথম ছবি

Advertisement

Advertisement

আজ, 26 শে নভেম্বর বিয়ে হয়ে গেল টলিউডের বিখ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও নাট্যশিল্পী মধুরিমা গোস্বামীর। ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি ম্যারেজ করলেন অনির্বাণ ও মধুরিমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়। সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে হল মধুরিমা ও অনির্বাণ-এর বিয়ের অনুষ্ঠান।

Advertisement

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আলাপ হয়েছিল মধুরিমা ও অনির্বাণের। মধুরিমার বাবা পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী বিখ্যাত মূকাভিনয় শিল্পী। রবীন্দ্রভারতীতে পড়ার আগে থেকেই মধুরিমা যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। নাটকের সূত্রেই আলাপ হয়েছিল অনির্বাণের সাথে। পরবর্তীকালে অনির্বাণ ও মধুরিমার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। দুজনে একসঙ্গে নাটকের প্রযোজনা করেছেন। এমনকি বহু নাটকে দুজনে একসঙ্গে অভিনয়ও করেছেন। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও অনির্বাণ বা মধুরিমা কেউই মিডিয়ায় তাঁদের সম্পর্কের কথা প্রকাশ করেননি। অনির্বাণের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার নাম জড়ালেও অনির্বাণ কোনো মন্তব্য করেননি। বরাবর লো প্রোফাইলে থাকতে পছন্দ করা পেশাদার অভিনেতা অনির্বাণ তাঁর প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফ-কে আলাদা করে তার সামঞ্জস্য বজায় রেখেছেন।

Advertisement

Advertisement

অনির্বাণ ভট্টাচার্য তাঁর মহিলা ভক্তকুলের ‘ক্রাশ’। কিছুদিন আগে অনির্বাণ ও মধুরিমার বিয়ের খবর প্রকাশ্যে ঘোষণা হওয়ার পর মধুরিমাকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হ্যারাসমেন্টের শিকার হতে হয়। মহিলারা অনেকেই মধুরিমার চেহারা নিয়ে কটূক্তি করেন। মধুরিমা বাধ্য হয়ে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স‍্যার’। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে সাফল্য পেয়েছে। এই মুহূর্তে ফিল্মটি হিন্দিতে ডাব করার কথাও চলছে।

Recent Posts