বুকের আঁচল সরিয়ে নিরাহুয়ার কাছে গেলেন আম্রপালি, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না

Advertisement

Advertisement

আজকের যুগে দাড়িয়ে ভোজপুরি তারকারা অপরিচিত নন সাধারণ দর্শকদের একাংশের মাঝে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সেই পরিচিতি ও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে দ্বিগুণ। সোশ্যাল মিডিয়ার দৌলতে একাধিক ভোজপুরি গানের ঝলক ভাইরাল হতে দেখা যায়, যার সূত্র ধরে থেকে থেকেই চর্চায় উঠে আসেন ঐ ইন্ডাস্ট্রির তারকারা। সম্প্রতি তেমনি আরো একটি মিউজিক ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবের সূত্র ধরে। আর সেই সূত্রেই আপাতত সাধারণ দর্শকদের একাংশের মাঝে চর্চিত দীনেশ লাল যাদব ও আম্রপালি দুবে।

Advertisement

উল্লেখ্য, দীনেশ লাল যাদব ও আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় দুই তারকা। একসাথে বহু হিট ছবিতে কাজ করেছেন এই দুই তারকা। সম্প্রতি নিজেদের একটি গানের ঝলকের সূত্রেই পুনরায় চর্চিত হচ্ছেন নীরাহুয়া ও আম্রপালি। এই ঝলকে অভিনেত্রীকে পর্দায় অভিনেতার মান ভাঙ্গাতে দেখা গিয়েছে। একেবারে সাজানো-গোছানো সেটেই তাদের এই মান অভিমান পর্ব চলছিল। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরী’ নামের জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই পুনরায় চর্চার আলো কেড়েছে।

Advertisement
Advertisement

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকটি আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব অভিনীত জনপ্রিয় ভোজপুরি ছবি ‘নীরাহুয়া চালাল শাশুরাল ২’এর গান। এই মুহূর্তে ‘নায়না কারতা নিহরা’র তালেই আবারো দেখা মিলেছে তাদের। এই গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। গানের সুর দিয়েছিলেন ওম ঝাঁ। পর্দায় গানটি শোনা গিয়েছিল কল্পনার কন্ঠে। এই মুহূর্তে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে ৭ বছর আগে শেয়ার করে নেওয়া এই জনপ্রিয় গানের ঝলক পৌঁছে গিয়েছে ৮০ লাখেরও বেশি দর্শকদের কাছে। বলাই বাহুল্য, পুনরায় নিজেদের প্রিয় তারকা জুটিকে চর্চায় দেখে খুশি ভক্তরাও।

Recent Posts