পাহাড়ি উপত্যকায় প্রচন্ড ঠান্ডায় ব্যাপক রোমান্স আম্রপালি ও নিরাহুয়ার, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি এখন সবথেকে জনপ্রিয়

Advertisement

Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটি গুলির মধ্যে একটি হলো দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া এবং আম্রপালি দুবের জুটি। তাদের দুজনের গান প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই থাকে। দর্শকদের বহুবার আনন্দ দিয়েছে এই জুটি। কোন ছবিতে বা গানে যখনই তাদের দুজনকে দেখা যাবে, সেই গান হয়ে যাবে সুপারহিট। দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখা গেলে সব সময় সেই সিনেমা সুপারহিট হয়ে থাকে। সোশ্যাল মিডিয়াতে আবারো তাদের দুজনের একটি নতুন ভিডিও জনপ্রিয়তা পেয়েছে।

Advertisement

এই জুটির একটি খুব রোমান্টিক গান আজকাল সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয়। নিরাহুয়া এবং আম্রপালীর উপরে শুট করা ভোজপুরি গান রাজা জান মারে বর্তমানে শ্রোতাদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এবং এই গানে তাদের দুজনের জোরালো কেমিস্ট্রি তারা বেশ পছন্দ করছেন। মোকামা ০ কিলোমিটার ছবি থেকে এই গানটি নেওয়া হয়েছে। এই ছবিতে তাদের দুজনের কেমিস্ট্রি মানুষকে আবারও নতুন করে মাতিয়ে দিয়েছে।

Advertisement

এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি উপত্যকায় দুজন একে অপরের প্রেমে হারিয়ে গিয়েছেন। দুজনেরই দুর্দান্ত রোমান্স সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই গানটিতে কালো রঙের শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছে আম্রপালি কে। অন্যদিকে, কালো পোশাকেই রয়েছে নিরাহুয়া। দুজনেই তাদের সেরাটা ক্যামেরার সামনে উজাড় করে দিয়েছেন। তাদের দুজনের এই রোম্যান্স সোশ্যাল মিডিয়াতে দারুন জনপ্রিয় হয়েছে। এই গানের ভিডিও থেকে চোখ সরানো রীতিমতো কঠিন। কল্পনা এবং কেবল প্রজাপতি একসাথে এই গানটি গেয়েছেন। এই গানের কথা লিখেছেন পেয়ারেলাল যাদব। দেখে নেওয়া যাক এই ভিডিওটি।

Advertisement

Recent Posts