আভা পল এমন একটি শরীরের অঙ্গ দেখালেন, লোকে বলল – ‘উরফির সঙ্গে পাল্লা দিতে এসেছে’

Advertisement

Advertisement

বর্তমানে আজকের প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকেই। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব হয়, যা হয়তো বড়পর্দায় সবসময় দেখাতে পারেন না পরিচালকরা। সেই সূত্র ধরে খুব স্বাভাবিকভাবেই ওয়েব প্লাটফর্ম ও তার সমস্ত অনুষ্ঠান ও সিরিজ দিনে দিনে পছন্দের হয়ে উঠছে সাধারণ দর্শকদের। এমনকি সেইসমস্ত অনুষ্ঠানের তারকারাও বেশ ভালোই পরিচিতি অর্জন করে নিচ্ছেন দর্শকদের মাঝে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

Advertisement

ওয়েব প্লাটফর্মে প্রায়ই একাধিক ওয়েব সিরিজের একাধিক দৃশ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনের থেকে একটু বেশি বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয় অভিনেত্রীদের। সেইসমস্ত দৃশ্য রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করেন দর্শকমহলের একাংশ। সেইসমস্ত সিরিজের একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করে এমন অনেকেই রয়েছেন যারা দর্শকদের মাঝে সাহসী অভিনেত্রী হিসেবে নিজেদের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আর তাদের মধ্যে আভা পল অন্যতম। সম্প্রতি আবারো নিজের বোল্ড অবতারের সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি অভিনেত্রীর ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীর লুক দেখে বাকরুদ্ধ হয়েছেন নেটজনতার একাংশ। এই ঝলকে আভাকে প্রায় পুরোপুরি ব্যাকলেস পোশাকেই দেখা গিয়েছে। এদিন তার পোশাক জিন্সের কাপড় দিয়েই তৈরি হয়েছিল। তার গোটা পোশাকে ছোট ছোট আয়নার পাশাপাশি ছিল একটি আঁকা ছবিও। নুড মেকাপে এদিন ইউনিক হেয়ার স্টাইলও নিয়েছিলেন তিনি। তবে তার পোশাকের সামনেটা অন্যধরনের হলেও, পোশাকের পিছনের ডিজাইন দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশের। যার একাধিক প্রতিক্রিয়া রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সেই। তবে তার প্রশংসা করতেও ভোলেননি তার অনুরাগীরা, সেই ঝলকও মিলবে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

Recent Posts