‘দৃশ্যম’ সিনেমায় অজয় দেবগনের ছোট মেয়ে অনু এখন হয়ে গিয়েছে অনেক বড়, তার সামনে ফেল করবে বড় অভিনেত্রীরাও

অভিনেত্রী ম্রুণাল যাদবের ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে

Advertisement

Advertisement

বলি সিনেমা জগতে অজয় দেবগন একজন বিশাল বড়ো নাম। এখনো পর্যন্ত নিজের বিশাল কেরিয়ারে তিনি এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যেগুলি হয়ে উঠেছে একেবারে সুপারহিট। এরকমই একটি সিনেমা হল দৃশ্যম। দক্ষিণের অন্যতম জনপ্রিয় ছবি দৃশ্যমের হিন্দি রিমেকে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেতা অজয় দেবগণ। এই ছবিতে তার সাথে অভিনয় করেছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অত্যন্ত ট্যালেন্টেড অভিনেত্রী শ্রিয়া সরণ। এছাড়াও, এই ছবিতে তার জ্যেষ্ঠ কন্যার চরিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা দত্ত। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেত্রী তব্বু। এনাদের ছাড়াও এই ছবিতে অজয় দেবগণের ছোটো মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ম্রুণাল যাদব।

Advertisement

এই সিনেমায় অনুর ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা কামিয়ে ফেলেছিলেন খুব কম সময়ের মধ্যেই। তবে আপনাদের জানিয়ে রাখি এই অনু কিন্তু এখন আর এতটা ছোট নেই। এই দৃশ্যম ছবিটি রিলিজ হয়েছিল ২০১৫ সালে। তখনকার অনু আর এখনকার অনুর মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। ম্রুণাল এখন একজন যুবতী। তাই বেশ কিছু ছবি ইন্টারনেট দুনিয়ায় আজকাল হচ্ছে ভাইরাল এবং তিনি হয়ে উঠেছেন একজন উঠতি ইন্টারনেট সেনসেশন।

Advertisement

Advertisement

তার এই ছবি দেখে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না আজকের এই অভিনেত্রী ছিলেন দৃশ্যম ছবির অজয় দেবগনের ছোট মেয়ে অনু। সৌন্দর্যের দিক থেকেও আজ বলিউডের নামকরা অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন তিনি। কিছুদিন আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই ভিডিওতে তিনি একটি অনুষ্ঠানের মঞ্চে হাতে মাইক নিয়ে জনগণের উদ্দেশ্যে নিজের মন্তব্য রাখছেন। এই ভিডিও দেখে সকলেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং ভবিষ্যতে আরো সিনেমায় অভিনয় করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Recent Posts