করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

Advertisement

Advertisement

দ্রুত ছড়াচ্ছে এই মারণ রোগ। বাদ যাচ্ছেন না কেউই। টলিউডে এখনও পর্যন্ত অনেকে কোভিড-১৯ এর শিকার হয়েছেন, অনেকে সুস্থ হয়েও উঠেছেন। তবে এবারে করোনার প্রকোপ মাথায় নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর তাঁর কোভিড টেস্ট করানো হয়। বর্তমানে তিনি এক বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।

Advertisement

মঙ্গলবারে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১,২৬৭ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নতুন করে সংক্রমিতের মোট সংখ্যা ৬৬,৮৫,০৮৩ জন। এখনও চিকিত্‍‌সাধীন ৯,১৯,০২৩ জন। তবে, সুস্থতার হার বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৬,৬২,৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫, ৭৮৭ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৪.৭০%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৩,৫৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। মৃতের হার এখনও পর্যন্ত ১.৫৫ শতাংশ।

Advertisement

Recent Posts