নিউজ

Aadhaar PAN Link: প্যান আধার কার্ড লিঙ্ক না করলে হবে না এই ১০ কাজ, সময় শেষের আগে জেনে নিন

প্যান আধার কার্ড লিঙ্কের সময়সীমা ৩০ জুন অব্দি বর্ধিত করা হয়েছে

Advertisement

Advertisement

বেশকিছুদিন আগে আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। এতদিন অব্দি এই লিঙ্কের জন্য সময়সীমা ছিল ৩১ মার্চ। অবশ্য এখন এই সময়সীমা ৩০ জুন অব্দি বর্ধিত করা হয়েছে।

Advertisement

আপনি যদি এই আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে বড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার প্যান কার্ড এই সময়সীমার পর নিষ্ক্রিয় হয়ে যাবে। আর প্যান কার্ড নিষ্ক্রিয় হলে আয়কর বা ব্যাঙ্ক সমন্ধিত যেকোনো কাজ আটকে পড়বে। তবে উল্লেখ্য, কিছু মানুষ এই প্যান আধার লিঙ্কের আওতায় নেই। কিছু করদাতা এই নতুন নিয়ম থেকে অব্যাহতি পাবেন। যারা নির্দিষ্ট রাজ্যে বসবাস করছেন বা অনাবাসী বা যারা ভারতের নাগরিক নন ও ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলেও কোনো সমস্যায় পড়বেন না।

Advertisement

আধার প্যান কার্ড লিঙ্ক না করলে এই নিম্নলিখিত ১০ সমস্যা হবে:

Advertisement
  1. আধার প্যান লিঙ্ক না করার ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। সেই পরিস্থিতিতে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।
  2. লিঙ্ক না হলে আপনাকে আরও TDS দিতে হবে। ব্যাঙ্ক আপনার ১০ এর পরিবর্তে ২০ শতাংশ টিডিএস চার্জ করবে।
  3. PAN নিষ্ক্রিয় থাকলে ITR-এর সুদের হারের সুবিধা পাওয়া যাবে না।
  4. প্যান কার্ড ছাড়া আপনি একটি টু-হুইলার ছাড়া অন্য কোনও যানবাহন কিনতে পারবেন না।
  5. প্যান কার্ড নিষ্ক্রিয় হলে আপনি ৫০,০০০ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।
  6. ব্যাঙ্ক প্যান কার্ড ছাড়া গ্রাহকদের ক্রেডিট ও ডেবিট কার্ড ইস্যু করবে না।
  7. আপনি প্যান কার্ড ছাড়া হোটেল বুকিং, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল বুকিং ও ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট করতে পারবেন না।
  8. আপনি প্যান কার্ড ছাড়া ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে পারবেন না৷
  9. প্যান কার্ড ছাড়া আপনি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে ট্রেডিং ও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
  10. ৫০,০০০ টাকার বেশি বিমা কভারেজ প্যান কার্ড ছাড়া পাওয়া যাবে না।