Categories: দেশনিউজ

Aadhaar Card Update: আধার কার্ড নিয়ে বড় খবর, ১০ বছর পেরোলেই বাড়বে সমস্যা

Advertisement

Advertisement

বর্তমানে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। যেকোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয়। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেকোন পরিচয়পত্র দেখানোর ক্ষেত্রেও আধার কার্ড একটি প্রয়োজনীয় নথি। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে আধার কার্ড সংক্রান্ত একটি বড় তথ্য সামনে এসেছে, যা শুনলে অবাক হবে একাধিক সাধারণ জনতা। নিম্নে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল। উল্লেখ্য এখন ইউআইডিএআই ছাড়াও বিএলএ-র মত সংস্থা আধার কার্ড তৈরি করা শুরু করেছে।

Advertisement

যদি কারোর বাড়িতে ১০ বছরের পুরানো আধার কার্ড থেকে থাকে তবে তা এখনই আপডেট করে নিতে হবে, না হলেই পড়তে হবে একাধিক সমস্যায়। চলতি বছরের ১৪-ই ডিসেম্বর পর্যন্ত আধার কার্ড আপডেটের কাজ করা যাবে। এই আপডেট করার সময়সীমা ডিসেম্বর পর্যন্ত খুব সম্প্রতি বাড়িয়েছে সরকার। এখন এই আধার কার্ড আপডেট করার গোটা প্রক্রিয়াটি বিনামূল্যেই করা যাবে। চলতি বছরের ১৫-ই মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন করতে ২৫ টাকা করে চার্জ লাগছিল।

Advertisement

বেশ কিছু সময় ধরে আধার কার্ড আপডেটের জন্য সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে সরকারি পরিষেবা কেন্দ্রে। তবে এটি এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে করা যাবে। ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই এই আধার কার্ড আপডেটের কাজ নিমেষের মধ্যেই বিনামূল্যে করে নেওয়া যাবে। এখন তার জন্য পরিষেবা কেন্দ্রে ভিড় জমাতে হবে না। যতো তাড়াতাড়ি সম্ভব এই কাজ সম্পন্ন করতে না পারলে, আটকে যেতে পারে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। কারণ আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। আর সেই কার্ডে যদি কোনরকম কোন খামতি থেকে যায়, কিংবা ভুল তথ্য থেকে যায় তবে সমস্যা ভোগ করতে হবে বিভিন্ন ক্ষেত্রে।

Advertisement

Recent Posts