TVS বাইকে জমকালো অফার, ১.৫ লাখের TVS Apache RTR 180 কিনে নিন ৩০ হাজার টাকায়, জানুন বিস্তারিত

TVS কোম্পানির Apache RTR 180 তরুণ প্রজন্মের এক নম্বর চয়েজ

Advertisement

Advertisement

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় TVS কোম্পানির বাইক।

Advertisement

TVS কোম্পানির Apache RTR 180 তরুণ প্রজন্মের এক নম্বর চয়েজ। এই বাইকের স্পোর্টস লুক এবং অসাধারণ পারফর্মেন্স পছন্দ হয় সকলের। যারা বাজেট মূল্যের মধ্যে একটু স্পোর্টস বাইকের ফিল নিতে চান তাদের জন্য এই বাইক একদম পারফেক্ট অপশন। এই বাইকে খুবই শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা রয়েছে এবং সাথে সাথে রয়েছে প্রচুর অত্যাধুনিক প্রযুক্তি। অনেকেই এই বাইকের ফ্যান হয়ে রয়েছেন। আপনার যদি এই বাইকটি খুব পছন্দ হয় তাহলে আপনিও অত্যন্ত কম টাকা খরচ করে এই বাইকটি আপনার গ্যারেজে যোগ করতে পারেন।

Advertisement

TVS Apache RTR 180 বাইকটির এক শোরুম মূল্য প্রায় ১.৩২ লক্ষ টাকা। আপনার যদি আপাতত এত বাজেট না থাকে এবং আপনি কম দামের মধ্যে এই বাইকটি চাইছেন তাহলে অবশ্যই সেকেন্ড হ্যান্ড কিছু অনলাইন ওয়েবসাইটে এই বাইকটি দেখতে পারেন। যেমন olx ওয়েবসাইটে এই বাইকের এটি ২০১২ মডেল নথিভুক্ত রয়েছে যার কন্ডিশন বেশ ভালো রয়েছে। বাইকটি দিল্লি নম্বরে রেজিস্টার করা এবং আপনি যদি চান এই বাইকটি মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন।

Advertisement

এছাড়া ২০১৩ মডেলের একটি বাইক Droom ওয়েবসাইটে নথিভুক্ত করা রয়েছে। বাইকটি দিল্লি নম্বরে রেজিস্টার করা। এই বাইকটি আপনি মাত্র ৪০ হাজার টাকা দিয়ে কিনে নিতে পারেন। আর Quikr এ রয়েছে এই বাইকের ২০১৫ মডেলের একটি বাইক। এই বাইকটিও দিল্লি নম্বরে রেজিস্টার করা রয়েছে এবং বাইকটি কিনতে আপনার খরচ করতে হবে ৫০ হাজার টাকা।