লক্ষ্মী দেবীকে ঘরে বেঁধে রাখতে চান, তাহলে এই কাজটি করুন, ফল পাবেন হাতে নাতে!

Advertisement

Advertisement

বাড়িতে প্রতিদিনের ব্যবহার্য জিনিস গুলোর একটা হচ্ছে ঝাড়ু। প্রতিদিনের ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ুর বিকল্প নেই। শাস্ত্রে বলা আছে যে, ঝাড়ুর সাহায্যে অলক্ষ্মী বিদায় করা হয়, অর্থাৎ ঝাড়ুতে ঝাঁট দেওয়ার সাথে সাথে যে ধুলো ময়লা পরিষ্কার করা হয় তার মাধ্যমেই অলক্ষ্মী বিদায় করা হয় বাড়ি থেকে। আর যতক্ষণ এই অলক্ষ্মী না বিদায় হচ্ছে, ততক্ষণ মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার সুযোগ পায় না। আর লক্ষ্মী দেবীকে ঘরে বেঁধে রাখতেকে না চায়। তাই বাঙালি বাড়িতে ঝাড়ুর গুরুত্ব অপরিসীম।

Advertisement

কথায় আছে মা লক্ষ্মী খুবই চঞ্চল। আর মা লক্ষ্মী চঞ্চল হলে আর্থিক সংকট দেখা দেয় এবং হাজার পরিশ্রমেও কোনো ফল পাওয়া যায় না। উলটে অভাব অনটন বেড়ে যায়। তাই বাস্তুশাস্ত্র মতে ঝাড়ুতে একটি সাদা রঙের সুতো বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়। বাস্তুশাস্ত্র মতে হাতলে সাদা সুতো বাঁধা ঝাড়ুতে ধুলো ঝাঁট দিলে মা লক্ষ্মী কখনোই বিমুখ হন না। তাই রবি শনি ও মঙ্গলবারে ঝাড়ু কিনে তাঁর হাতলে সাদা সুতো বেঁধে দিলেই সংসার থেকে মা লক্ষ্মী আর কখনোই বিমুখ হবে না।

Advertisement

Recent Posts