Categories: খেলা

ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের তোরণ ভেঙ্গে দিলো মোহনবাগান সমর্থকরা! (দেখুন ভিডিও)

Advertisement

Advertisement

সুরজিৎ দাস : আরোও একবার কলুষিত কলকাতা ফুটবল আজ দুপুরে ডুরান্ডের ম্যাচে মোহনবাগান মাঠে মুখোমুখি হয়েছিলো মোহনবাগান ও এটিকে। সেই খেলায় ২-১ গোলে জয় পায় মোহনবাগান যদিও এটিকের তরুণ ফুটবলার রা এদিন ঘাম ছুটিয়ে দিয়েছিলো মোহন ডিফেন্সে। কিন্তু ম্যাচ শেষ হতেই ময়দান দেখলো ফুটবলের নোংরা দিক।

Advertisement

শতবর্ষ উপলক্ষে কলকাতা শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে লাল-হলুদ প্লাকার্ড, ব্যানার, তোরণ দিয়ে সাজানো হয়েছিলো সেই মতো ময়দানেও ইডেন গার্ডেনস এর সামনে লেসলি ক্লডিয়াস সরণী তে তোরণ বানানো হয়। এদিনের ম্যাচ শেষে একদল মোহনবাগান সমর্থক চড়াও হয় ওই তোরণের সামনে ভেঙ্গে ফেলা হয় তোরণ ছিঁড়ে দেওয়া হয় ইস্টবেঙ্গল এর প্রতীক। বার বার এইধরনের ঘটনা কলুষিত করছে দুই ক্লাব ও তাদের সমর্থক বৃন্দ দের।

Advertisement

ঘটনাস্থল পুলিশ থাকলেও তারা কোনো ভূমিকা নেয় নি এই ঘটনা চলাকালীন। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দায় সরব হন ফুটবলপ্রমিক রা। কিছুদিন আগে জীবাংলা লিগের ফাইনালেও হাতাহাতি তে জড়িয়ে যায় দুই দলের সমর্থকরা আজ আবার এই ঘটনা ঘুরেফিরে লজ্জিত করছে কলকাতা ফুটবল কে।

Advertisement