মানসিক চাপ কমাতে মন্ত্রের মত কাজ করবে তুলসী গাছ! কি করবেন জেনে নিন!

Advertisement

Advertisement

প্রায় সব হিন্দু বাড়িতেই তুলসী গাছ আছে। সকাল, দুপুর বা সন্ধে বেলায় তার সামনে ধুপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা হয়। কিন্তু অনেকেই জানেন না এই তুলসীর পাতাতে এত গুন লুকিয়ে রয়েছে। প্রতিদিন সকালে কটা তুলসী পাতা ছিড়ে ভালো করে ধুয়ে চিবিয়ে খেলে কিংবা থেঁত করে রস করে খেলে দারুণ উপকার মেলে।

Advertisement

তুলসীর ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিক চাপ কমাতে সহায়তা করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে। এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

Advertisement

Recent Posts