ভারতের এই সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান, চাঞ্চল্য গোটাদেশ জুড়ে!

Advertisement

Advertisement

কেন্দ্র সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দিয়েছে কাশ্মীরকে। আর সেই নিয়েই ক্ষুব্ধ পাকিস্তান। সেই কারণে বুধবার পাকিস্তানে ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠকের পর ভারতের সঙ্গে বানিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এই মুহূর্তে টমেটো নাকি কিলো প্রতি ৩০০টাকায় গিয়ে পৌঁছেছে পাকিস্তানে। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে টমেটো একটি, যা ভারত থেকে পাকিস্তানে যেত৷ কিন্তু পাক সরকারের ভারতের সঙ্গে এই বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্তে রীতিমতো সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা। তবে কি নিজের সিদ্ধান্তে নিজেই কী বিপাকে পড়েছে পাকিস্তান?… এখন তো অন্তত এমনটাই মনে করছে অনেকে৷

Advertisement