Categories: নিউজ

কোলকাতা বিমানবন্দরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, কিসের ইঙ্গিত মনে করা হচ্ছে?

Advertisement

Advertisement

বিমানবন্দরগুলিতেও কড়া সতর্কতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যে কলকাতা সহ দেশের মোট ১৭ টি বিমানবন্দরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Advertisement

ইতিমধ্যেই নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পাক এয়ারস্পেস। এইদিকে, বুধবার পাকিস্তানে ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠকের পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে বলেও জানা গিয়েছে।

Advertisement

দিল্লি, রাজস্থান, পঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ এছাড়া অন্যান্য রাজ্যগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে৷ এর মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকাও। সূত্রের খবর, মূলত ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই হামলা হতে পারে যে কোনও জায়গায়৷

Advertisement