Categories: নিউজ

এ কী চিত্র স‍্যাটেলাইটে, কী হতে চলেছে কাশ্মীরে

Advertisement

Advertisement

রাজীব ঘোষ : ভারতে ঢোকার অপেক্ষায় কমপক্ষে ২৫০ জঙ্গি।পাক অধিকৃত কাশ্মীর থেকে দেশে ঢুকে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।স‍্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে জঙ্গিরা আবার নিয়ন্ত্রণ রেখার পাশে ফেরত এসেছে।এই জঙ্গিরা ইমরান খানের আমেরিকা সফরের সময় নিয়ন্ত্রণ রেখা থেকে অনেক ভিতরে ঢুকে গিয়েছিল।সম্প্রতি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

সম্প্রতি জঙ্গি দলে যোগ দেওয়া কাশ্মীরের ছয়জন যুবকের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সেনাবাহিনীর উপর পাথর ছোঁড়ার অভিযোগ রয়েছে।স‍্যাটেলাইট চিত্রে জঙ্গিদের অবস্হানের চিত্র দেখা গিয়েছে।কাশ্মীরি মায়েদের উদ্দেশ্যে সেনাবাহিনীর ১৫ কর্পের লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলো বলেছেন, স্থানীয় জঙ্গিদের ৮৩ শতাংশ আগে কোনো না কোনো সময় সেনাবাহিনীকে পাথর ছুঁড়েছে।

Advertisement

এদিকে জঙ্গি হামলার আশঙ্কায় মাঝপথে রদ হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা।এই অবস্থায় সরকার ভারতীয় বিমানবাহিনীকে কাশ্মীর উপত্যকা থেকে অমরনাথ তীর্থযাত্রীদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে।কাশ্মীর উপত্যকায় অশান্তি সৃষ্টি করার ছক করেছে পাকিস্তান।তারা নয়া সলতে পাকাতে শুরু করেছে বলেও ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন।তাই তড়িঘড়ি অমরনাথ যাত্রা রদ করে পুন‍্যার্থীদের ফিরিয়ে আনার নির্দেশ দেয় সরকার।

Advertisement