ক্রিকেটে এই প্রথম, দলের সকল ব্যাটসম্যান আউট শূন্য রানে

Advertisement

Advertisement

হ্যারিস শিল্ড অনূর্ধ্ব-১৬ এর স্কুল ম্যাচে ঘটলো একটি অদ্ভুত ঘটনা। দলের ১১ জন ব্যাটসম্যান এর কেউ খাতা খুলতে পারলো না, সকলেই আউট হলো শূন্য রানে।

Advertisement

মুম্বাইয়ের আজাদ ময়দান সংলগ্ন নিউ এরা ক্রিকেট ক্লাব প্রাঙ্গণে আন্ধেরি চিল্ড্রেন্স অ্যাক্যাডেমি বনাম বোরভ্যালি স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিদ্যালয় (এসভিআইএস) এর ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে এসভিআইএস ৩৯ ওভারে ৬০৫ রান তুলে। বিপক্ষ দল নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় এসভিআইএস কে ১৫৬ রান পেনাল্টি দেয়া হয় তার ফলে আন্ধেরি চিলড্রেন্স একাডেমির কাছে লক্ষ্য স্থির হয় ৭৬২ রান।

Advertisement

এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আন্ধেরি চিলড্রেন্স একাডেমির সকল ব্যাটসম্যান শূন্য রানেই আউট হয়ে যায়। অতিরিক্ত রান বাবদ ৭ রান সংগ্রহ করে তাদের মোট স্কোর হয় ৭, এসভিআইএস এর পক্ষে অলোক পাল ৩ ওভার বল করে ৬ উইকেট নেয় এবং অধিনায়ক ভরোদ ভাজে ৩ ওভার বল করে ২টি উইকেট সংগ্রহ করে। আন্ধেরির বাকি দুই ব্যাটসম্যান রান আউট হয়। উল্লেখ্য ভারতের বর্তমান ওপেনার রোহিত শর্মাও এই এসভিআইএস দলের সদস্য ছিলেন‌।

Advertisement
Tags: Sports

Recent Posts