হিন্দি ফিল্ম ‘বীর’-এ সলমন খান (salman khan)-এর বিপরীতে অভিনয় করে বলিউডে সাড়া ফেলেছিলেন জারিন খান (zarenne khan)। জারিনের সৌন্দর্য অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। জারিন ছিলেন সলমন খানের আবিষ্কার। একসময় ফিল্মে ক্যাটরিনা কাইফ (Katrina kaif)-এর বডি ডাবলের কাজ করতেন জারিন। কিন্তু সলমন খানের চোখে পড়ে যান তিনি। সলমন ‘বীর’ -এর নায়িকা হিসাবে জারিনের নাম মনোনীত করেন।
তবে অন্যান্য নায়িকাদের মতো ছিপছিপে ছিলেন না জারিন। ‘বীর’-এর পর ‘রেডি’, ‘হাউসফুল-2′, ‘আকসার-2′, ‘হেট স্টোরি-3′-র মত একাধিক বলিউড ফিল্মে অভিনয় করেছেন জারিন। কিন্তু ‘বীর’-এর মতো জনপ্রিয়তা তিনি কোনো ফিল্মে পাননি। এছাড়াও তেলেগু ফিল্ম ‘চাণক্য’ এবং পঞ্জাবি ফিল্ম ‘ডাকা’-তে অভিনয় করেছেন জারিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
পরবর্তীকালে জারিন নিজেকে অনেকটাই ছিপছিপে করে তুলেছেন। তিনি নেটদুনিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন। সম্প্রতি তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বাথটবের রাশিকৃত ফেনার মধ্যে উষ্ণ স্নান উপভোগ করছেন জারিন। ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে জারিন লিখেছেন, নারী যথেষ্ট শক্তিশালী।