পরবর্তীকালে জারিন নিজেকে অনেকটাই ছিপছিপে করে তুলেছেন। তিনি নেটদুনিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন। সম্প্রতি তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বাথটবের রাশিকৃত ফেনার মধ্যে উষ্ণ স্নান উপভোগ করছেন জারিন। ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে জারিন লিখেছেন, নারী যথেষ্ট শক্তিশালী।
ভেজা গায়ে বাথটবে শুয়ে অভিনেত্রী জারিন খান, ফাঁস হল সেই ভাইরাল ছবি
হিন্দি ফিল্ম ‘বীর'-এ সলমন খান (salman khan)-এর বিপরীতে অভিনয় করে বলিউডে সাড়া ফেলেছিলেন জারিন খান (zarenne khan)। জারিনের সৌন্দর্য অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। জারিন ছিলেন সলমন খানের আবিষ্কার। একসময়…

আরও পড়ুন