নয়াদিল্লি: আগেই বাগদাদ পর্ব সারা হয়ে গিয়েছিল। আর এবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল। চলতি বছরের আগস্ট মাসে চিকিৎসক, ইউটিউবার ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন যুজবেন্দ্র। তারপর থেকেই একাধিকবার খেলার বাইরেও তাকে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে। এমনকি খবরের শিরোনামে নিজের জায়গা করে নিয়েছিলেন ধনশ্রীও। আর এবার গতকাল, মঙ্গলবার দুজনের চার হাত এক হয়ে গেল। নিজের টুইটার অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন ভারতের তারকা স্পিনার। সেই সমস্ত ছবি ভাইরাল হতে এতটুকু সময় দেয়নি। সকলে এই নতুন দম্পতিকে তাদের আগামী যাত্রাপথের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
https://twitter.com/yuzi_chahal/status/1341400611829506048?s=19
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://www.instagram.com/p/CJGt-jSLYnq/?igshid=1ihdwep218o2z
টুইটারে নিজের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে যুজবেন্দ্র লিখেছেন, ‘আমরা কোনও একটা সময়ে পথ চলতে শুরু করেছিলাম। তারপর দুজনেই জীবনের চিরকালীন আনন্দ দুজনের মধ্যে খুঁজে পাই। অবশেষে ধনশ্রীকে পেলাম সারা জীবনের জন্য।’ সম্প্রতি আইপিএল এবং অস্ট্রেলিয়া সিরিজ খেলে দেশে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। আর তারপরেই নিজের বিয়েটা সেরে ফেললেন তিনি।
https://www.instagram.com/p/CJGrnk2ldw4/?igshid=ewyr2h8e59es
প্রসঙ্গত, আইপিএল চলাকালীন দুবাইতে উড়ে গিয়েছিলেন ধনশ্রী। সেখানে যুজবেন্দ্রর দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। এমনকি খেলার বাইরে বেশ কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন যুজবেন্দ্র। অবশেষে বছরের শেষে তাঁদের শুভ পরিণয় ঘটল। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি চাহালের অনুগামীরা।
https://www.instagram.com/p/CJGxwEtLHEt/?igshid=6h9yc0l9nmq8