মন্ত্রীর নাম করে প্রতারণা, ঘটনায় গ্রেফতার ১

Advertisement

Advertisement

বেশ কিছু দিন ধরেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম নিয়েই চলছিল প্রতারণা চক্র। এর আগেও এরকম অনেক নাম করা মন্ত্রীদের নামে চলেছে প্রতারণা চক্র। এই প্রতারণা চক্রে জড়িত মূল অপরাধি রঞ্জিত বিশ্বাস আকাশ বিশ্বাস নাম নিয়ে এই সব কাজ চালাচ্ছিলো। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল সাইটে মেয়েদের মডেলিং ও অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে চলছিল প্রতারণা।

Advertisement

ইতিমধ্যেই আকাশ বিশ্বাসকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিস। এর মধ্যেই গোয়েন্দারা ফেসবুকে অভিযুক্ত আকাশ বিশ্বাসের মোট ৮টি প্রোফাইল শনাক্ত করেছেন, এমনকি টালিগঞ্জ থানার পাশাপাশি এই ঘটনায় তদন্ত করছে লালবাজার সাইবার সেলও।

Advertisement

জানা গিয়েছে ধৃত আকাশ বিশ্বাস সোশ্যাল সাইটে প্রথমে বিভিন্ন তরুণীর সঙ্গে আলাপ জমাত। এর পর ওসব তরুণীদের মডেলিংয়ে সুযোগ দেওয়ার নাম করে তাঁদের থেকে টাকা নিতো। অভিযুক্ত ওই যুবক নিজেকে কখনও মন্ত্রীর ছেলে, আবার কখনও ভাইপো হিসেবে পরিচয় দিয়ে মেয়েদের ফাঁদে ফেলার ধান্দা করতো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অবাক হন খোদ অরূপ বিশ্বাস। এমনকি এই ঘটনার পর অরূপ বিশ্বাস নিজেও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement