Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat-Yash: রবিবারে একফ্রেমে ধরা দিলেন ঈশানের বাবা-মা, রইলো ‘যশরত’-এর আদরমাখা ছবি

আর কোনো লুকোচুরি নয়! এদের প্রেম এখন খুল্লমখুল্লা। হ্যাঁ ‘যশরত’ এর কথাই বলছি। এই জুটি গত কয়েক মাস ধরে টলিপাড়ার পেজ থ্রিয়ের হট টপিক। এদের দুজম প্রতিদিনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নুসরত…

Avatar

By

আর কোনো লুকোচুরি নয়! এদের প্রেম এখন খুল্লমখুল্লা। হ্যাঁ ‘যশরত’ এর কথাই বলছি। এই জুটি গত কয়েক মাস ধরে টলিপাড়ার পেজ থ্রিয়ের হট টপিক। এদের দুজম প্রতিদিনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নুসরত জাহান ও যশ দাশগুপ্তর সম্পর্কের সমীকরণ এস ও এস সিনেমার পুরোপুরি পালটে যায়। গত এক বছরে যেভাবে এদের সম্পর্কের সমীকরণ সক্কলে দেখেছে তা অবাক হয়েছে অনেককেই। এই সিনেমার সেটে ‘বিবাহিতা’ নুসরতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে যশ দাশগুপ্তর। যশের প্রবেশে নুসরত-নিখিলের সম্পর্কে টালমাটাল শুরু হয়। গত নভেম্বর মাস থেকেই নিখিলের বাড়ি ছেড়ে পাকাপাকিভাবে বেরিয়ে আসেন নুসরত। 

যদিও নুসরত-নিখিলের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন প্রায় মাসখানেক কেউ বোঝেনি। ডিসেম্বরের শেষ থেকেই এদের সম্পর্কের চিড় সংবাদমাধ্যমের সামনে আসে। আর চলতি বছর জানুয়ারিতে প্রথম জানা যায় যশরতের সম্পর্কের কথা, রাজস্থানে একাকী সময় কাটাচ্ছেন যশরত। তবে দুজনে কখনোই নিজেদের সম্পর্কের কথা কিছু বলেনি। তারপর থেকেই নিখিল-নুসরতের সম্পর্কের ভাঙন নিয়ে তোলপাড় হয় গোটা সোশ্যাপ মিডিয়া। তুরস্কের বোদরুমে যে রূপকথার বিয়ের ঝলক দেখেছিল সকলে তা বছর ঘুরতে না ঘুরতেই নুসরত নাম দেন লিভ ইনের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Nusrat-Yash: রবিবারে একফ্রেমে ধরা দিলেন ঈশানের বাবা-মা, রইলো ‘যশরত’-এর আদরমাখা ছবি

তবে যশ দাশগুপ্ত এখন নুসরতের সহবাস সঙ্গী। আর নুসরতের প্রথম সন্তানের পিতা এই সত্যিটা আর এখন কারুর অজানা নয়। নুসরতের ঘনিষ্ঠমহল থেকে আবার জানা যাচ্ছে, গত বছরেই নাকি দক্ষিণেশ্বরে চুপিচুপি বিয়ের পর্ব সেরে ফেলেছেন নুসরত আর যশ। তবে যশ আর নুসরতের বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বসিরহাটের তারকা সাংসদ। এর মাঝেই আবার প্রকাশ্যে এসেছে যশের প্রথম বিয়ে আর প্রথম সন্তানের কথা। ঈশান ছাড়াও যশের ৯ বছরের বড় ছেলে রয়েছে। আর এই ছেলে যশের সাথে থাকে। তবে যশ নিজের ছেলের নাম প্রকাশ্যে আনেননি।

তবে দুজনের অতীত নিয়ে দুজনের কোনো সমস্যা নেই। সোশ্যাল মিডিয়ায় সময় মিলিয়ে এই লাভ বার্ডস ছবি পোস্ট করেন। তবে দুজন এখনো একসাথে ছবি দেয়নি। কিন্তু তাঁদের ছবির প্রেক্ষাপট বলে দেয় স্থান-কাল এক। কিন্তু রবিবাসরীয় দুপুরে যশ দাশগুপ্তর ইনস্টাগ্রামের দেওয়ালে ধরা দিলেন নুসরত। কিভাবে?

রবিবার, ৩রা অক্টোবর নুসরতের কাছের বন্ধু প্রভা আগারওয়ালের জন্মদিন। সেই উপলক্ষ্যেই শুভেচ্ছা জানাতে প্রভা ও নুসরতের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন যশ। পরে সেই ছবি নিজের স্টোরিতে শেয়ার করেন যশের প্রেমিকা নুসরত। কোনও এক নৈশ পার্টিতে তোলা এই ছবিতে কালো পোশাকে ধরা দিলেন যশ ও নুসরত। হাসিমুখে ছবির জন্য পোজ দিয়েছেন তিনজনেই।

Nusrat-Yash: রবিবারে একফ্রেমে ধরা দিলেন ঈশানের বাবা-মা, রইলো ‘যশরত’-এর আদরমাখা ছবি

 এক মাসের ছেলেকে সামলে ইতিমধ্যেই নতুন ছবির শ্যুটিংয়ে ফিরেছেন নুসরত জাহান। গত শুক্রবার থেকে ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র শ্যুটিং শুরু করেছেন নুসরত। এদিন ঈশান জননীকে বিশেষ ট্রিট ও দেওয়া হয়েছে। অন্যদিকে গত সেপ্টেম্বর মাসেই চট জলদি ‘চিনে বাদাম’ ছবির কাজ শেষ করেছেন যশ দাশগুপ্ত। ঈশানের জন্যই কি এই চটজলদি শ্যুটিং শেষ কিনা তা এখনো জানা যায়নি।

 

About Author